প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মান্নান হীরা
জন্ম : সিরাজগঞ্জ জেলায়। মফস্বল শহর থেকে মাধ্যমিক, রাজশাহী সরকারি মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় । নাট্যচর্চার শুরু থেকেই তিনি আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত আছেন। প্রধানত: নাট্যকার। এছাড়া মঞ্চের অন্যান্য কর্মকাণ্ডের সাথে তিনি নিবিড়ভাবে সম্পর্কিত। তিনি নিজেকে নিয়ােজিত রেখেছেন মঞ্চনাটক, পথনাটক ও টেলিভিশন নাটক রচনায়। তার নাটকের প্রধান উপজীব্য মানুষ, অধিকাংশ ক্ষেত্রে প্রান্তিক মানুষ। সেই মানুষ থেকে পরিবার, পরিবার থেকে সমাজ হয়ে রাষ্ট্রকে স্পর্শ করেন তিনি। তীক্ষ্ম সংলাপের ঘাত-প্রতিঘাতে মান্নান হীরার নাটক যেমন অভিনয় উপযােগি তেমনি সুখপাঠ্য। প্রচ্ছন্ন রাজনীতিকে কেন্দ্রে রেখে প্রেম ও অন্যান্য সামাজিক সম্পর্ক আবর্তিত হয় তার নাটকে। প্রথাগত সমাজ ও রাষ্ট্র কাঠামাে ভেঙ্গে ফেলতে প্রেরণা জোগায় মান্নান হীরার নাটক। মঞ্চ নাটকের পাশাপাশি পথনাটক রচনা করেন মান্নান হীরা। যে কজন নাট্যরচয়িতা এদেশের পথনাটককে সমৃদ্ধ করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। রাজনীতি আশ্রয়ী পথনাটকসমূহ ইতিমধ্যে প্রশংসিত দেশে এবং বিদেশে। বর্তমানে চলচ্চিত্র নির্মাণে মনযােগী। নাটকের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।