প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুল হক তরু
আবদুল হক তরু ১৯৯২ সালের ২৮ জুলাই ভোলা জেলার দৌলতখান থানায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা বিশিষ্ট সমাজসেবক ওবায়দুল হক এবং মাতা আবিদা সুলতানা মায়া বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তরু ২০০৭ সালে দৌলতখান সরকারী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৯ সালে দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি সিটি ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে একটি পোশাকশিল্পে কর্মরত আছেন। প্রিয় শখ: অবসরে বই পড়া এবং লেখালেখি করে সময় কাটানো। প্রিয় মানুষদের সাথে সময় কাটানো। বিশেষ ধন্যবাদান্তে হাফিজা সুলতানা লতা, মেহেদী হাসান শরীফ, তানজীল, তাকিয়া, তাশফিয়া, লায়লা আরজু, আ. মোমিন রনি, হযরত আলী, রিমঝিম বৃষ্টি, বিনায়েক দাদা, আলাউদ্দিন স্যার, এ কে এম শাহাবুদ্দিন স্যার, আবু স্যার, আবদুর রব স্যার, সামিম আহাম্মেদ, রেভিন, মিতু, সোহেল, নূর-আলম, তারেক, জুয়েল, আরিফ ভাই, সাব্বির ভাই ও অন্যান্য।