প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নওশাদ জামিল
এ সময়ের সংবেদী ও গুরুত্বপূর্ণ কবি ও কথাসাহিত্যিক হিসেবে নওশাদ জামিলের খ্যাতি ও পরিচিতি সর্বজনবিদিত। তাঁর জন্ম ময়মনসিংহের ভালুকায়। প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা সেখানেই। তারপর চলে আসেন ঢাকায়, ভর্তি হন ঢাকা স্টেট কলেজে। উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সরকার ও রাজনীতি বিভাগে। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর। সাহিত্যর নানা শাখায় তাঁর অবাধ বিচরণ। দীর্ঘদিন ধরে কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণ, প্রবন্ধ, সম্পাদনা, শিল্প-সমালোচনাসহ সাহিত্যের নানা শাখায় কাজ করেন। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সাহিত্য সাময়িকী, লিটল ম্যাগাজিন, জার্নালে প্রকাশিত হয়েছে তাঁর বহুমাত্রিক লেখাপত্র। সাহিত্যচর্চার জন্য তিনি কবি শামসুর রাহমান, কবি আল মাহমুদ, কবি শঙ্খ ঘোষ, নাট্যকার সেলিম আল দীন, কবি মোহাম্মদ রফিক, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ দেশ-বিদেশের অনেক বরেণ্য কবি-সাহিত্যিকের প্রশংসা ও সান্নিধ্য পান। সাহিত্যের জন্য পান অসংখ্য পাঠকের শ্রদ্ধা ও ভালোবাসা। সৃজনশীল লেখালেখি ধ্যানজ্ঞান হলেও তাঁর পেশা সাংবাদিকতা। দেশে একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। সাহিত্য ও সাংবাদিকতার জন্য তিনি পান বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। কবিতার জন্য পান কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, ভারতের কলকাতা থেকে আদম সম্মাননা পুরস্কার। ভ্রমণসাহিত্যে পান বিশাল বাংলা সাহিত্য পুরস্কার। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পান ইউনেস্কো-বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড, মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।