Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Professor Dr. Abu Yousuf Md. Abdullah books

follower

প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ

সীমান্তের ছোট শহর সাতক্ষীরার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং IBA থেকে শিক্ষা গ্রহণ শেষে Helsinki School of Economics and Business Administration, Finland এবং আমেরিকার University of Texas, Austin থেকে উচ্চতর শিক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA -তে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ঢা.বি. থেকে Ph.D ডিগ্রী এবং University of Malaysia Perlis থেকে Post Doctoral Fellowship অর্জন করেন। তিনি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন প্রতিভাধর শিক্ষক এবং প্রায় ২৬ বছর IBA -তে অধ্যাপনা করছেন। বর্তমানে তিনি Northern University of Business and Technology Khulna -এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সফল Academic Turned Entrepreneur . ২টি ইউনিভার্সিটি, ১টি মেডিকেল কলেজ, হাসপাতাল, উচ্চশিক্ষা ইনস্টিটিউট, নার্সিং কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ, স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন। অনেকগুলো সফল ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা গঠিত প্রাসাদ গ্রুপ অব কোম্পানীজ এর তিনি প্রতিষ্ঠাতা। বিল্ডিং নির্মাণ, হোটেল ব্যবসা, আধুনিক কৃষি ও মৎস্য উৎপাদনসহ পর্যটন শিল্পের উন্নয়নে ব্যাপক সফলতা পেয়েছেন। আর্ত-মানবতার স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় তিনি গড়ে তুলেছেন ife and Hope Foundation . তিনি জাতীয় দৈনিক, সাময়িকি (প্রিন্ট) এবং ২টি অনলাইন মিডিয়ার সম্পাদকম-লীর সভাপতি হিসেবে সম্পৃক্ত। তিনি ঢাকা ইউনিভার্সিটি বোর্ড অব গভর্নরস এর সম্মানিত সদস্য এবং ওইঅ-এর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (MDP) এর চেয়ারম্যান ছিলেন। তিনি এসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন সাউথ এশিয়া (AMDISA) কর্মসূচীতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক খেতাব অর্জনসহ পুরস্কৃত হন। জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হয়েছে তার ২৫টিরও অধিক মৌলিক গবেষণা নিবন্ধ। প্রকাশিত হয়েছে গবেষণাধর্মী তার বিখ্যাত ৬টি বই যা শিক্ষাঙ্গন ও ব্যবসায় পরিমন্ডলে ব্যাপক সমাদৃত। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শিক্ষাবিদ প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ গবেষণা এবং ব্যবসায়িক কাজ ছাড়াও অনেকগুলো সামাজিক ও কল্যাণমূখী সংগঠনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত।

প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed