প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
হাসান মাহ্মুদ
মোহাম্মদ হাসান মাহ্মুদের জন্ম ৭ই জুন ১৯৭৫ এ ঢাকার রামপুরায়।গ্রামের বাড়ী নড়াইলের ডুমুরিয়ায়।মতিঝিল মডেল স্কুলে থাকা অবস্থায়ই লেখালেখির উপর বেশী ঝোঁক চলে আসে তার – আর তাই স্কুলের ফলাফল দিয়ে মাকে খুশি করতে পারেন নি। ৯০-এর দশকে বেশী করে আগ্রহ জন্মে শিল্প সাহিত্য ভাবনায়।অতি নিভৃতে বেড়ে উঠতে থাকে কাব্যপ্রেম আর তাই লেখাপড়ায়-প্রতিযোগিতা থেকে পা পিছলে পড়েন।অতপর তেজগাঁও কলেজ থেকে বিএ(পাস) পরীক্ষায় জাতীয় পর্যায়ে মেধাতালিকায় স্থান করে নেওয়ার সুবাদে স্কলারসিপে এমবিএ করেন আইইউবিএটি থেকে।কিছুবছর বহুজাতিক এফএমসিজি পণ্যর বিতরন বিভাগে কাজ করার পর বর্তমানে দেশের অন্যতম টেলিযোগাযোগ কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। লেখালেখির শুরু সেই স্কুল জীবনে,লিখেছেন দেশের বিভিন্ন দৈনিকে। স্বরচিত কবিতাপাঠে অংসগ্রহনের মাধ্যমে যুক্ত ছিলেন জাতীয় কবিতা পরিষদে।আবৃতির হাতেখড়ি বৈকুণ্ঠ আবৃতি সংসদের মাধ্যমে।শিল্পভাবনার মতাদর্শে বিশ্বাসী হওয়ার সুবাদে লেখালেখির অনেকটা সময় কাটিয়েছেন প্রিয় বন্ধুদের সাথে ঢাকা চারুকলার প্রাঙ্গনে।কাব্য চর্চার পাশাপাশি জাতীয় পরজায়ে বিতর্ক ও আবৃতিতে পেয়েছেন সাফল্য। একুশ বছর লেখালেখির পর ২০১০ সালে একুশের বইমেলায় প্রকাশ পায় তার লেখা প্রথম কাব্যগ্রন্থ “প্রলেতারিয়েত স্বপ্ন”।শিল্প চর্চাকে পেশা নয় বরং নেশা হিসেবে দেখতে ভালোবাসেন আর তাই বেছে নিয়েছেন নিভৃত শিল্প চর্চা এবং তাই শত কাজের চাপে ও ছাড়েননি কাব্য চর্চা। তার কবিতা সহজ ভাষার টান টান চেতনার স্পর্ধিত উচ্চারণে উজ্জ্বল। মানবিক আসক্তি থেকে দায়বদ্ধ কবি হয়ে উঠার তীব্র বাসনা রয়েছে তার কাব্য ভাবনায়।দেশভ্রমণ এবং বহু মানুষের জীবনের সাথে মিশে জীবন ঘনিস্ট বিষয়কে তাই তুলে এনেছেন তার কাব্য ভাবনায়।ঘুরে বেড়িয়েছেন – ভারত,নেপাল,থাইলান্ড,মালেশিয়া,ইন্দোনেশিয়া,দুবাই,মালদ্বীপ,শ্রীলঙ্কা,সিঙ্গাপুরও সৌদিআরব।বাক্তি জীবনে বিবাহিত ও এক সন্তানের জনক। কাব্য চর্চার পাশাপাশি পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে লিখছেন বিপনন-বিতরন ও লিডারশীপ নিয়ে।দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতার আলোকে তার লেখা সাক্ষাৎকার নির্ভর গবেষণাগ্রন্থ “Bad to Best:How to Practice Great Leadership” প্রকাশের অপেক্ষায় আছে।