প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবু হানিফ হৃদয়
আবু হানিফ হৃদয় জন্ম: ২৫শে জানুয়ারি, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শস্য শ্যামল প্রাকৃতিক দৃশ্যেঘেরা গাজীপুরা গ্রামে। গ্রামটিতে আছে জেলা পর্যায়ে লড়াই করার মতো একটি ফুটবল দল, ক্রিকেট দল, আধুনিক পরিবেশ, পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা। শৈশব থেকে তিনি পৃথিবীর নানাদিক নিয়ে ভাবেন এবং সমাজের বহুমুখী মানুষগুলোর বিচিত্র চরিত্র তাকে ভাবিত করে তোলে। তার এই উপলদ্ধি এবং ভাবনাকে চিরঞ্জীব করে রাখতে লেখালেখির মাধ্যমে কাটিয়ে দিতে চান সারাটি জীবন। তিনি এলএলবি (অনার্স) এল.এল.এম শেষ করেছেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন "হৃদয় শিশু ও পরিবেশ উন্নয়ন সংস্থা, হৃদয় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, ঢাকা চাটার্ড কমার্স কলেজ। বিশেষ প্রতিনিধি ও কলামিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন একাধিক জাতীয় দৈনিক পত্রিকায়। নিজে সম্পাদনা করেন স্টার টিভি নিউজ ২৪ ডটকম, জাতীয় সাপ্তাহিক বাংলার চোখ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন "ঢাকা দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের। সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার, পল্লী কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার, কবি শামসুর রাহমান সাহিত্য পুরস্কার, জাতীয় কবিসংসদ কাব্য সাহিত্য পুরস্কার, মাদার তেরেসা পুরস্কার (সাংবাদিকতায়) সহ অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত হন। তার লেখা প্রথম বই "তোমাকে এখনো ভালোবাসি" ১৯৯৮ সালে বাংলা একাডেমির একুশে বইমেলায় আকাশ প্রকাশনা থেকে প্রকাশিত হয়। বর্তমানে তার বইয়ের সংখ্যা ১৫টির মধ্যে "বিয়ে একটি বন্দী জীবন, মাটির পুতুল, মৃত্যুর যন্ত্রণা, উত্তরের সমীরণ, তোমার দেওয়া স্মৃতি, গাঁয়ের বউ, বালু চরের দিপালী প্রভৃতি উপন্যাস পাঠক হৃদয়ে জয় করেছে। ২০১৫ সালের বই মেলায় "বউকে ভালোবাসিও বিশ্বাস করিও না" বইটি নজরুল মঞ্চে মোড়ক উম্মোচনের অনুষ্ঠানে বাংলা একাডেমির মহা পরিচালক বইটির নাম দেখে চমকে গেলে লেখক দৃঢ়তার সহিত বইটির সারমর্ম জার্মানীর লেখিকাসহ সকলকে বুঝিয়ে লেখক প্রশংসিত হন। তাছাড়া তার রয়েছে বিসিএস শিক্ষার্থীর জন্য সাধারণজ্ঞান বিডি ওয়ার্ল্ড। ভবিষ্যতে তিনি আইন পেশার মাধ্যমে বঞ্চিত নিরীহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। তিনি এবার রোমান্টিক গল্প নিয়ে পরিবারের সবার জন্য রচিত "চোখের জল" বইটি পাঠকদের আশাকরি ভাল লাগবে।