প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এ কে এম শাহ্ আলম (বিএসসি)
এ কে এম শাহ্ আলম পারিবারিক বিবরন:-পিতা- আব্দুল হামিদ মাতা মিসেস আকলিমা খাঁনম। লেখক সহ, শামিমা, সূফিয়া, সাইফুল নামক চার সহোদর ভাই বোনের মধ্যে গ্রন্থাকারই প্রথম। লেখক ও লেখক পত্নী- মিসেস হাসিনা আক্তার সাকিব, যমজ- আবিদ ও হাসিব নামের তিন পুত্র সন্তানের জনক ও জননী। জন্ম ও ঠিকানা:- ০১-০৭-১৯৬৭ নিজ গ্রাম- হিজুলীয়া, পোষ্ট- বড়টিয়া, থানা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ। বর্তমান বাসস্থান গ্রাম- কমলার চালা (খেজুরটেক), পোষ্ট-মির্জানগর (নয়ারহাট) থানা- আশুলিয়া, (পূর্বে-সাভার), জেলা-ঢাকা, অস্থায়ী নিবাস-চট্টগ্রামে। শিক্ষা:- নিজ গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয়ে তা পঞ্চম শ্রেণিতে শেষ হয়, ঘিওর ডি এন হাই স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চলে, ঢাকার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে ঢাকা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে এস এস সি এবং ১৯৮৬ সালে মিরপূর সরকারী বাঙলা কলেজ থেকে একই বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে এইচ এস সি পাশ করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারী তিতুমীর কলেজ থেকে বি.এস-সি এবং ১৯৯৪ সালের সেসনে ১৯৯৯ সালে অনুষ্ঠিত পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ তত্ত্ব বিষয়ে এম এস এস পাশ করেন। পুরস্কার:- মিরপুর সরকারী বাঙলা কলেজে অধ্যয়নরত অবস্থায় প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় তৎকালীন এরশাদ সরকারের শিক্ষা প্রতি মন্ত্রি জিয়াউদ্দিন বাবলু আনুষ্ঠানিক ভাবে একটি বই 'মানিক বন্দ্যোপাধ্যায়ের "পদ্মা নদীর মাঝি" উপহার দেন, কলেজ কর্তৃপক্ষ একই কারনে ১ বৎসর অবৈতনিক শিক্ষার সুযোগ দেন, সরকারী তিতুমীর কলেজে অধ্যয়নরত অবস্থায় জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করে জীব বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান পেয়ে পুরস্কার লাভ করেন। পেশা:-বর্তমানে বাংলাদেশের অতি সুপরিচিত, সনামধন্য একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।