Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Swami Laksmi Shankaracharya books

followers

স্বামী লক্ষ্মী শংকরাচার্য

স্বামী লক্ষ্মী শংকরাচার্য ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলার এক ব্রাক্ষ্মন পরিবারে ১৯৫৩ সনে জন্ম নেন । তাঁর পিতা স্বামী সীতারাম ত্রিপাঠী এবং মাতা শ্রীমতি কৌশিল্যা দেবী দুজনই নামজাদা অধ্যাপক ছিলেন । প্রথম জীবনে তিনি একজন ঠিকাদার ছিলেন। পরে তিনি আধ্যাত্মিক গবেষণা ও ধর্মপ্রাণ জীবন বেছে নেন। এই শান্তিপ্রিয় মানুষটিকে কিছু হিন্দু পন্ডিত ইসলাম বিরোধীতার জন্য ব্যবহার করতে চেয়েছেন। তারা তাকে কোরআনের বিভিন্ন আয়াতের ভুল ব্যাখ্যা করে ইসলামের বিরুদ্ধে প্রচারণায় নামেন। তিনি প্রথমে তাদের দ্বারা প্রভাবিত হলেও পরে আরো ব্যাপক অনুসন্ধানে তিনি আসল সত্য উপলব্দি করতে পারেন। বর্তমানে তিনি ‘‘ইসলাম আতংক নয় আদর্শ’’ বইতে স্পষ্ট ভাষায় তথ্যপ্রমাণ হ উল্লেখ করেছেন পৃথিবীর সবচেয়ে শান্তিময়, আদর্শপূর্ণ ও মানবিক ধর্ম হলো ইসলাম। তিনি ভারতের হিন্দুরা যেভাবে তাদের ধর্ম পালন করেন সেটারও বিরোধীতা করে আসছেন। তিনি নিজেকে প্রকৃত হিন্দু মনে করেন। এবং ভারতের বেশীরভাগ মানুষ তাদের মূল ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে বলে মনে করেন। তিনি বলেন, ইসলামের সাথে সন্ত্রাস বা জঙ্গিবাদের দূরতম কোনো সম্পর্ক নেই। কিছু মানুষ কেবল ইসলামের বিরোধীতা করার জন্য এসব প্রচার করছে। তিনি ধর্মীয় সম্প্রীতি সৃস্টির জন্য দুটো সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনের মাধ্যমে হিন্দু মুসলিমের ভাতৃত্ব ও ইসলামের কল্যাণমুথী আদর্শ মানুষের কাছে তুলে ধরেন। ইউটিউবে তার বক্তৃতার ভিডিও দেখতে পাওয়া যায়।

স্বামী লক্ষ্মী শংকরাচার্য এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed