প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জামিলা খাতুন
জন্ম ফেনী জেলায় জামিলা খাতুন পড়াশােনা করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যথাক্রমে ফেনী সরকারী বালিকা বিদ্যালয় ও ফেনী সরকারী কলেজ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক সম্মান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল ব্রজমােহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পরে একইবিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন। লেখালেখি : ছােটবেলায় শখের বশে লেখালেখিতে হাতেখড়ি। প্রথম প্রকাশিত ছড়া ১৯৬৬ সালে দৈনিক ইত্তেফাক প্রত্রিকার ছােটদের পাতা কচিকাঁচার আসরে। তখন সপ্তম শ্রেণীর ছাত্রী। ছড়া, কবিতা দিয়ে লেখালেখি সূচনা হলেও স্থিতু হন ছােটগল্পে । অনিয়মিতভাবে লিখেছেন বেগমসহ বিভিন্ন লিটল ম্যাগাজিনে ও পত্রিকায়। স্বাধীনতাপূর্ব ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক বার্তাবহ পত্রিকায় মেয়েদের পাতা ‘মহল’ সম্পাদনা করেছেন। ১৯৭২ সালে ফেনী থেকে তাঁর সম্পাদনায় অনিয়মিতভাবে প্রকাশিত হয় মহিলা সাহিত্য সংকলন কংকন । ১৯৮৬-৮৭ সালে নিয়মিত উপসম্পাদকীয়, কলাম লিখেছেন রাজশাহী থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক বার্তা’য়। বীমা প্রতিষ্ঠানের চাকুরি থেকে অবসর গ্রহণের পরে বর্তমানে নিয়মিত লিখে চলছেন বিভিন্ন পত্রিকায়। “সন্তাড়িত” তাঁর প্রথম গ্রন্থিত রচনা। সখ : পড়াশােনা, লেখালেখি, ভ্রমণ, গান শােনা, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখা ।