প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সিফাত বিনতে ওয়াহিদ
সিফাত বিনতে ওয়াহিদের জন্ম ২৭ ফেব্রুয়ারি, ১৯৮৮ ঢাকার মগবাজারে। শৈশব কেটেছে নানাবাড়ি মগবাজার এবং দাদাবাড়ি মিরপুরে। অদ্ভুত নিঃসঙ্গতা যাপনে কৈশোর পেরিয়েই কবিতার প্রতি প্রেম জন্মায় তার। কবিতা লেখায় বুঁদ হয়ে পড়েন কলেজ পেরোনোর পরই। পেশা হিসেবেও তাই অন্য কোথাও পা মাড়াননি। বিশ্ববিদ্যালয়ে উঠেই সিফাত সন্ধান পান ওরিয়ানা ফাল্লাচির৷ খ্যাতিমান বিশ্বনেতাদের কাছে ছুঁড়ে দেওয়া ফাল্লাচির প্রশ্নবাণে বিস্মিত হয়ে স্বপ্ন দেখতে থাকেন সাক্ষাৎকার নেওয়ার। ফাল্লাচিতে মুগ্ধ সিফাত একদিন সত্যি সত্যিই স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে সাংবাদিকতায় প্রবেশ করেন। একের পর এক খ্যাতিমান ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে প্রশংসিতও হন। নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, ফরহাদ মজহারসহ অসংখ্য খ্যাতিমান ব্যক্তিত্বদের সাক্ষাৎকার তিনি নিয়েছেন বিভিন্ন সময়৷ ফিকশন এবং ফিচার লেখাতেও রয়েছে তার সমান দক্ষতা। ইংরেজি সাহিত্যে স্নাতক করা সিফাতের এই পর্যন্ত প্রকাশিত হয়েছে তিনটি কাব্যগ্রন্থ- পুনর্জন্ম (২০১৬), ঘরের ভেতর ঘর নাই (২০১৮) এবং নিঃসঙ্গতায় আরো কিছু দেখা হোক (২০১৯)। ২০০৮ সালে তিনি বাংলাদেশি ব্যান্ড রি-কলের জন্য লিখেছেন 'প্রেম সমাচার' নামের গানটি। পরবর্তীতে তরুণদের কাছে এ গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।