প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
হাসনাত মোবারক
হাসনাত মোবারক। জন্ম সিরাজগঞ্জের শাহজাদপুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে ধন্য শাহজাদপুর। তাই তার শৈশব মানসলোকে ধরা দিয়েছিলে তিনি একজন লেখক হবেন। তাই লেখালিখ্র বাইরে অন্য কোনো জীবন তিনি কামনা করতে পারেন নাই। একজন ভ্রমণপিয়াসী। বিশাল বাংলার পথ প্রান্তর তার মুখস্থ। শিল্প সাধনায় নিয়োজিত আছেন প্রায় ২ যুগ। মননশীল গদ্য রচনায় রয়েছে তার সুখ্যাতি। দৈনিক পত্র পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। পেশার তাদিগে এইজন বই শ্রমিক। তাই গদ্যের বিষয় আশয়ও শিক্ষা সংস্কৃতি। নেশায় বুদ হয়ে থাকেন কবিতা রচনায়। মুদ্রণযন্ত্রের কোলাহল তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। কবিতার বইয়ের নামকরণে যেমন চমক রয়েছে। কবিতার বিষয় রচনা কৌশলেও তিনি নিজস্বতার সাক্ষর রেখেছেন।