প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবদুল আযীয ইবন সাত্তাম ইবন আবদুল আযীয আলে সউদ
ড. আবদুল আযীয ইবন সাত্তাম ইবন আবদুল আযীয আলে সউদ সউদী রাজপরিবারের একজন সদস্য। তিনি রিয়াদস্থ আল-ইমাম মুহাম্মদ ইবন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল্-সিয়াসাহ আল্-শার‘ঈয়্যাহ বিভাগের সাবেক অধ্যাপক । তিনি মালিক ফাহদ বিশ্ববিদ্যালয় হতে পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ব্যাচেলর এবং মালিক সাউদ বিশ্ববিদ্যালয় হতে সোস্যাল স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইমাম মুহাম্মদ ইবন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আল-কাদা হায়ার ইনস্টিটিউট হতে আল-সিয়াসাহ আল-শার‘ঈয়্যাহ বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি ইসলামী আইন এবং মাকাসিদ আশ-শরী'আহ প্রভৃতি বিষয়ে ১৪টি মৌলিক গ্রন্থ এবং অনেক গবেষণা প্রবন্ধ রচনা করেন। এছাড়া ২৯ জানুয়ারি ২০১৫ তারিখে এক রাজকীয় ফরমানে তাঁকে মন্ত্রীর পদমর্যাদায় খাদেমুল হারামাইন মালিক সালমান ইবন আবদুল আযীযের উপদেষ্টা নিয়োগ করা হয়।
আবদুল আযীয ইবন সাত্তাম ইবন আবদুল আযীয আলে সউদ এর বই সমূহ