clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

A. Na. Sa. Habibur Rahman books

follower

আ. ন. স. হাবীবুর রহমান

আ. ন. স হাবীবুর রহমান ১৯৫০ সালের ৭ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ মখলিছুর রহমান ছিলেন স্কুল শিক্ষক এবং মা সৈয়দা নজিবুন্নেছা ছিলেন গৃহিণী। তিনি সরকার ও রাজনীতি এবং শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর এবং আইন বিষয়ে স্নাতক। তিনি কিছুদিন স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি এডুকেশন বিভাগে ভিজিটিং ফেলো ছিলেন। কর্মজীবনের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে জড়িত হন। ১৯৮১ সালে সিলেটে বেসরকারি সংস্থা এফআইভিডিবি-তে ব্যবহারিক শিক্ষা কর্মী হিসেবে যোগ দিয়ে ১২ বছর বয়স্ক শিক্ষাক্ষেত্রে কাজ করেন। এরপর ঢাকা আহছানিয়া মিশনের উপকরণ উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বয়স্ক সাক্ষরতা এবং শিশু শিক্ষার জন্য শিক্ষাক্রম এবং উপকরণ উন্নয়নের প্রধান হিসেবে প্রশিকায় ১০ বছর কাজ করেন। তিনি এক বছর গ্রামীণ শিক্ষার মহাব্যবস্থাপক ছিলেন। ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই দফায় বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পে কনসালটেন্ট হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি শিক্ষা ও উন্নয়ন বিষয়ে ফ্রিল্যান্স কনসালটেন্ট আ. ন. স হাবীবুর রহমান বয়স্ক, কিশোর-কিশোরী এবং শিশুদের জন্য পাঠ্যবই প্রণয়নসহ সহজ ভাষার অনেক উপকরণ উন্নয়ন করেছেন। ২০০১ সালে তিনি চাঁদ সুলতানা সাক্ষরতা পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী রুনা রহমান একজন গৃহিণী।

আ. ন. স. হাবীবুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed