প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুর রহমান খান
আবদুর রহমান খান পেশায় সাংবাদিক। ইংরেজী ও বাংলা দৈনিক পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বিদেশি রেডিও মিলিয়ে প্রায় চার দশক ধরে সার্বক্ষণিক সাংবাদিকতায় নিয়োজিত। জনাব খান বরিশালের বানারিপাড়ার চৌয়ারীপাড়া গ্রামে ১৯৫০ খ্রিস্টাব্দে। পিতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর কাছেই বর্ণমালার হাতেখড়ি। গ্রামীণ পরিবেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ও বিজ্ঞানে স্নাতক ডিগ্রী অর্জনের পর বাম রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে এক দশকের সার্বক্ষণিক গোপন রাজনৈতিক জীবন এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বরিশালের পেয়ারা বাগানের সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ। পঁচাত্তরে জরুরি অবস্থায় বিশেষ ক্ষমতা আইনে প্রেপ্তার ও বিনা-বিচারে আড়াই বছর কারাবন্দী। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সাংবাদিকতা পেশা গ্রহণ। অনুসন্ধানী সাংবাদিকতার পাশাপাশি গবেষণামূলক প্রবন্ধ লেখক, অনুবাদক ও ছড়াকার হিসেবে পরিচিতি রয়েছে। প্রকাশিত গ্রন্থ: অনুবাদ কাব্য বব ডিলেন এর কবিতা [২০১৭], প্রবন্ধ সংকলন একজন সাধারণ মানুষের কথা [২০১৮] এবং আবদুর রহমান খানের ছড়া [২০১৮]। জনাব খান সদালাপী বন্ধুবৎসল, অধ্যয়নপ্রিয় জ্ঞান-অন্বেষক, ভ্রমণ-বিলাসী এবং শুদ্ধ-সংগীত অনুরাগী। মানুষের সাথে গল্পকরে নতুন নতুন বিষয়ে জানা, সময় বের করে বিষয়ভিত্তিক ওয়েব ব্রাউজিং আর অনলাইনে শর্ট ফিল্ম ও ধ্রুপদী চলচ্চিত্র দেখা সখ। শিক্ষা গ্রহণে ব্রতী জনাব খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাত্র হয়ে একাধিক ভাষা শিক্ষায় অনুরত রয়েছেন অনেক বছর ধরেই।