প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সঞ্জয় সরকার (সাংবাদিক)
Sanjoy Sarkar (Journalist) পৈত্রিক নিবাস খালিয়াজুরী উপজেলার বলরামপুর গ্রামে। বর্তমানে থাকেন নেত্রকোনা শহরের উকিলপাড়ায়। পেশায় সাংবাদিক ও উন্নয়নকর্মী। পাশাপাশি জড়িত আছেন উদীচী’র সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে। নিয়মিত ছড়া, শিশুতোষ গল্প ও ফিচার লেখেন। সংগ্রহ করেন লোকসাহিত্য ও লোকসংস্কৃতির বিলুপ্তপ্রায় উপাদান। প্রকাশিত বই ৬টি : নেত্রকোনার লোক-লোকান্তর (ফিচার), নেত্রকোনার লোকসাহিত্য ও সংস্কৃতি (লোকসাহিত্য), জানতো কে আর তুই যে হবি সোনামুখি সুঁই (ছড়া), ফাগুন দিনের আগুন ছড়া (ছড়া), পরী ও তার গুড্ডু (শিশুতোষ গল্প) ও রবীন্দ্রসঙ্গীতাচার্য শৈলজারঞ্জন মজুমদার (জীবনী)। ‘ছড়াছড়ি’ নামে একটি ছড়ার কাগজ সম্পাদনা করেন। পেয়েছেন বাউল রশিদ উদ্দিন পুরস্কার ২০১৭, জলসিঁড়ি সম্মাননা ২০১৭ ও এআরএফবি গ্রন্থাগার সম্মাননা-২০২০।