প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শ্রাবন্তী কাজী আশরাফী
শ্রাবন্তী কাজী আশরাফীঃ জন্ম ঢাকায়, বাবা জাতীয় পদক এবং রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক এ ভূষিত বীর মুক্তিযোদ্ধা ও স্বনামধন্য নাট্যকার, লেখক ও গবেষক কাজী জাকির হাসান। তিনি চার শতাধিক এর উপর নাটক রচনা ও পরিচালনা করেছেন। লিখেছেন শতাধিক নাট্যবিষয়ক গবেষণামূলক বই। তাঁর লেখা বই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসাবে পঠিত হয়। মা শাহান আরা জাকির প্রখ্যাত কথা সাহিত্যিক, কবি, নাট্যকার ও গবেষক এবং বাংলাদেশের অন্যতম প্রকাশনা সংস্থা “প্রত্যয় প্রকাশন" এর স্বত্বাধিকারী। পেশা, পরিচিতি এবং দক্ষতাঃ মূলত শিক্ষাবিদ এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নিউজ রিডার ও এনাউন্সার, কথক নৃত্য শিল্পী। নিউজ রিডার জন্মভূমি টিভি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বহুল আলোচিত অনলাইন পত্রিকা 'প্রভাত ফেরী'র প্রধান সম্পাদক ও কর্নধার এবং সাহিত্যনুরাগী। তার প্রকাশিত বই তিনটি। এছাড়া বেশ কিছু গল্প, কবিতা এবং সমসাময়িক বিষয় নিয়ে লিখেছেন প্রবন্ধ। শিক্ষাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফিতে অনার্স ও মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে ব্যচেলার অব এডুকেশন করেছেন ও বর্তমানে সি এ পড়ছেন। কর্মক্ষেত্রঃ চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমি (AIA), অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ প্রাইভেট কলেজ। এছাড়া তাঁর রয়েছে চাইল্ড কেয়ার সেন্টার, মার্কেটিং এজেন্সি, এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, ইনভেস্টমেন্ট ফার্ম এবং প্রপার্টি বিজনেস। বর্তমানে দুই শতাধিক লোক স্থায়ী ভাবে তাঁর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। কমিউনিটি সাপোর্টঃ ডঃ মুহাম্মদ জাফর ইকবাল কে নিয়ে আয়োজিত অনুষ্ঠান, ফারুকী-তিশার অনুষ্ঠান, আমরা বাংলাদেশী মেলা, ভালবাসার মেলা, একুশে বই মেলা, ফাগুন হাওয়া, মাল্টিকালচারাল মেলা, প্রভাত ফেরী কবিতা বিকেল উৎসবসহ অনেক ইভেন্টের অন্যতম স্পন্সর। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিক।