প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. চন্দন বাঙ্গাল
১৯৮৮ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনকাটি নামের একটি প্রত্যন্ত গ্রামে চন্দন বাঙ্গালের জন্ম। বাবা- নেপালচন্দ্র বাঙ্গাল, মা-আঙ্গুর বাঙ্গাল। অত্যন্ত অল্প বয়সে কবিতার উপর গবেষণা করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে ড. চন্দন বাঙ্গাল একটি সরকারি কলেজে অধ্যাপনা পেশার সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের সাহিত্য-সংস্কৃতি চর্চায় ড. চন্দন বাঙ্গাল একটি অত্যন্ত পরিচিত ও প্রতিষ্ঠিত মুখ। প্রায় দু'দশক ধরে তিনি বাংলা কবিতা চর্চার সঙ্গে যুক্ত। এছাড়াও ভাষা, কবিতা, নাটক, গল্প, উপন্যাস, লোকসংস্কৃতি, পুরাতত্ত¡, নৃতত্ত¡ ইত্যাদি বিষয়েও চন্দন সমান আগ্রহী। কবিতা ও প্রবন্ধ মিলিয়ে বর্তমানে চন্দনের গ্রন্থসংখ্যা প্রায় এক ডজন। কবিতায় বিজ্ঞানবাদ বিষয়টি নিয়েও তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত প্রথম সারির সংবাদপত্রে তাঁর লেখা একাধিকবার কভারস্টোরি হিসেবে প্রকাশিত হয়েছে। ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়ে চন্দনের একাধিক সাক্ষাৎকার সম্পচারিত হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। অল্প বয়সে তাঁর পািন্ডিত্য, পড়াশোনা ও গবেষণার বিষয়গুলো সত্যিই অবাক করার মতো। হাসনাইন সাজ্জাদী প্রবর্তিত বিজ্ঞান কবিতা আন্দোলনের তিনি ইন্টারন্যাশনাল এ্যাম্বেসেডর। স্মিত এই যুবক ভালোবাসেন পড়াশোনা, গবেষণা ও রান্না করতে। 'বাংলা বানানের ইতি-গতি ও সম্পতি' গ্রন্থটি প্রকাশ করেছে 'পূর্বাপর' প্রকাশনা।