Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Soeb Md: Kamal books

followers

শোয়েব মোঃ কামাল

কুমিল্লার সদর (দ:) উপজেলার সন্তান কবি শোয়েব মো. কামাল। দাদার বাড়ি একই উপজেলার কিং বামিশা গ্রামে। তিনি রাজধানীর মতিঝিল এলাকায় বেড়ে ওঠেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে এমএসসি ফিশারিজ ইন একুয়াকালচার এন্ড ম্যানেজমেন্ট ডিগ্রী লাভ করেন। তিনি পোস্ট গ্রেজুয়েট ফেলোশিপ NORAD অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সমসাময়িক প্রসঙ্গ এবং যাপিত জীবনের অসংগতি কবিকে ভাবায়। এই ভাবনা খুব সহজ ভাষায় উঠে এসেছে তাঁর গল্প ও কবিতায়। তিনি হৃদয়গ্ৰাহী স্বরচিত হামদ-নাত ও পুঁথি গেয়ে ইতোমধ্যে শ্রোতার মন কেড়েছেন। তিনি গানও লিখেন। তার লেখা কবিতা অনেকেই আবৃত্তি করেছেন এদের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী জনাব বদরুল আহসান খান প্রণিধানযোগ্য। তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ 'বসন্ত জোছনা ফিরে যায়' প্রকাশিত হয় ২০২১ সালে। তারপর ইসলামিক কাব্যগ্রন্থ 'এসো ভিজি নূরের জোছনায়' ২০২২ সালে এবং ২০২৩ সালে বিশ জন লেখকের ১০০ টি গল্প নিয়ে তিনি সম্পাদনা করেন অনুগল্প সংকলন 'গল্পচূর্ণ ১০০ পূর্ণ'। এছাড়া, একুশের বইমেলা উপলক্ষে বিভিন্ন ফেসবুক গ্ৰুপ কর্তৃক প্রকাশিত সংকলনে তাঁর লেখা গল্প কবিতা নিয়মিত প্রকাশিত হয়। প্রবাস জীবনে দেশের প্রতি প্রচণ্ড টান তাঁকে বাংলা ভাষায় লেখালেখির প্রতি আকৃষ্ট করে রেখেছে। তাঁর লেখা আরও গল্প কবিতা প্রকাশের অপেক্ষায় আছে।

শোয়েব মোঃ কামাল এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed