প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
বুলবুল চৌধুরী (নৃত্যশিল্পী)
অনন্য প্রতিভার অধিকারী বাঙালি সংস্কৃতি বিকাশের পুরোধা ব্যক্তিত্ব বুলবুল চৌধুরীর জন্ম চট্টগ্রামের চুনতি গ্রামে ১৯১৯ সালে। প্রবেশিকা পরীক্ষার পর কলকাতায় ছাত্রজীবন ও নৃত্যচর্চায় প্রবেশ করেন। সেকালে একজন মুসলিম ছাত্র’র পক্ষে নৃত্যচর্চা খুবই কঠিন ছিল। বুলবুল সেই কঠিন কাজটি প্রতিভা দিয়ে সহজ করে তুলেছেন এবং নৃত্যচর্চার প্রসার ঘটিয়েছেন। বুলবুল নৃত্যশিল্পীদের নিয়ে গঠন করেছিলেন ‘ফাইন আর্টস এ্যাসোসিয়েশন’। উপমহাদেশ বিভক্ত হলে চলে আসেন পূর্ববাংলায় এবং বাঙালি সারস্বত জীবনের নানা পর্বের ঘটনা নিয়ে একের পর এক নৃত্য পরিবেশন করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। অসামান্য শিল্পপিপাসু বুলবুল নিজেকে নৃত্যের মাঝে সীমাবদ্ধ রাখেননি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে রচনা করেছেন অসামান্য উপন্যাস প্রাচী। চিরতরুণ উদার মনের পরম স্রষ্টা বুলবুল চৌধুরী মাত্র ৩৫ বছর বয়সে পরলোকগমন করেন।