প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মাদরাসাতুল ইলম
আল-কুর্আনুল কারীমের হিফয কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশে গড়ে উঠেছে অসংখ্য প্রতিষ্ঠান। কিন্তু আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই আল-কুর্আনের মূল উদ্দেশ্যকে পূরণ করতে ব্যর্থ। পবিত্র গ্রন্থ আল-কুর্আন নাযিলের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেন: “এক মুবারক কিতাব, এটা আমরা আপনার প্রতি নাযিল করেছি, যাতে মানুষ এর আয়াত সমূহ গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা গ্ৰহণ করে উপদেশ।” (সুরা ৩৮ সাদ: ২৯) আর তাই, হিফযুল কুর্আনে এক বৈচিত্র আনার লক্ষ্য নিয়ে ‘মাদ্রাসাতুল ইলম’ যাত্রা শুরু করে ২০১৯ সালে। শুধু মস্তিষ্কে নয়, নতুন প্রজন্ম যেন কুরআন ও নবীর (সা) সুন্নাহ অন্তরে ধারণ করে এ-ই মাদরাসাতুল ইলম এর লক্ষ্য।