প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অ্যাডভোকেট শওকত আলী
নব্বই দশক থেকে বর্তমান পর্যন্ত টঙ্গীর সাংস্কৃতিক আন্দোলন পর্যবেক্ষণ করলে কেন্দ্রে যে মানুষটিকে পাওয়া যায় তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী’র প্রতিষ্ঠাতা শওকত আলী। পেশায় আইনজীবী হয়েও শিল্পী-সাহিত্যিক ও স্ত্রী-সন্তানদের নিয়ে মেতে থাকেন কবিতার সংসারে। ১২ বছর বয়সে নাইটশো সিনেমা দেখে ফিরে এসে, ঘরে ঢুকতে না-পেরে শওকত আলী রাইসমিলে চুলার পাড়ে বসে, ধান সিদ্ধ করার দৃশ্য দেখতে দেখতে শীতের রাত পার করে দেয়ার সময়, তুষের আগুনের লাল সৌন্দর্যে ওম নিতে নিতে, মুগ্ধ হয়ে ভেবেছিলেন-এভাবেই কি যাবে জীবন-মুক্ত ও নিঃশঙ্ক? সেই থেকে সৌন্দর্য ও বৈচিত্র্যময় মুক্ত জীবনের প্রতি আসক্ত শওকত আলী। তাকে পাওয়া যায় গভীর রাতের চায়ের দোকানে। আড্ডা দেন বয়সের পার্থক্য ভুলে। ভাসেন বাউলা সুরে। হুটহাট বেরিয়ে পড়েন দূর নির্জনে।