প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
দেলোয়ার হোসেন
জন্ম ১লা নভেম্বর ১৯৬৭ খুলনার লবনচরা গ্রামে। পৈত্রিক নিবাস বরিশালের গৌরনদিতে। শৈশব ও বেড়ে ওঠা খুলনায়। খুলনা শিপইয়ার্ড স্কুল থেকেই লেখার হাতেখড়ি। খুলনা এম.এম সিটি কলেজ ও খুলনা আর্ট কলেজের করিডোর থেকেও অদ্যবদি থামেনি। চুয়াল্লিশ বছর ধরে লিখেই চলেছে; আর এই অগোছালো কাগজগুলো সযত্নে কুড়িয়ে রেখেছেন তার সহধর্মিণী। তাঁর এই সগ্রহশালা থেকেই হয়তো এই সামান্য প্রয়াস। তা না হলে হয়তো এই প্রকাশনার সম্ভব হতো না। তিনি নিজেকে কবি বা লেখক বলতে নারাজ; শুধু স্বাপ্নিক শব্দের কাছে সবসময় স্তুতিশীল। “অধিক তৃষিত জীবন”তার প্রথম কাব্যগ্রন্থ। কর্মের কারণে ঢাকায় স্থায়ী বসবাস। কল্যাণময়ী স্ত্রীর সাথে একছেলে একমেয়ে নিয়ে তার আপন ভুবন।