প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কাজী প্রিয়াংকা সিলমী
কাজী প্রিয়াংকা সিলমীর জন্ম ঢাকায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষা করছেন।মায়ের উৎসাহে সাত বছর বয়সে প্রথম লেখা গল্প-ছড়া ছাপা হয় ভোরের কাগজের ইষ্টিকুটুম আর জনকন্ঠের ঝিলিমিলিতে। পড়াশোনা করতে ইচ্ছা না করলে খাতার পেছনে গল্প লেখার অভ্যাস ছিল।কৈশোরে ডেইলি স্টারের রাইজিং স্টারে ফিকশন কনটেস্টে প্রথম পুরস্কার পান। প্রথম উপন্যাস সতেরো বছর বয়সে লেখা শুরু করলেও স্নাতক শিক্ষাকালে অবসরে লেখালিখির চর্চা হতো মূলত ম্যাগাজিনের ফিচার লেখক, ওয়েবসাইট কন্টেন্ট রাইটার ও গবেষণাধর্মী প্রবন্ধ লেখক হিসেবে। এরপর নিজের উন্নয়নকর্মী ও জনস্বাস্থ্য বিজ্ঞানী হবার গল্পের মাঝে জীবন থেকে সাহিত্যের গল্প হারিয়ে যায়।লম্বা বিরতির পর ২০১৯ সালে আবার সাহিত্যচর্চা শুরু করেন, কিছু গল্প নানান প্ল্যাটফর্মে সমাদৃত ও পুরস্কৃত হয়। প্রবাসে বাংলা স্কুলের শিশুদের পড়ানোর জন্য কিছু শিশুতোষ গল্প লেখেন; ধীরে ধীরে তা পরিণত হয় সম্পূর্ণ পান্ডুলিপিতে। পেন্সিল পাবলিকেশন্স-এর প্রতিভা অন্বেষণ ২০২১ প্রতিযোগিতায় প্রায় ২০০ পাণ্ডুলিপির মাঝে নির্বাচিত হয়ে সেরা শিশুতোষ গ্রন্থ হিসেবে প্রকাশিত হয় তার প্রথম বই 'লিলি ও বাংলাদেশের চিঠি'। বইটি পাঠকপ্রিয়তা পেয়ে ইতোমধ্যে দ্বিতীয় মুদ্রণ হিসেবে প্রকাশিত হয়েছে। অবসরে তিনি রেপ ক্রাইসিস সেন্টারে ভলান্টিয়ার করেন। ভালোবাসেন হাইকিং ও দেশে-বিদেশে ভ্রমণ করতে। প্রিয়াংকার আশা যে জীবনের বড় একটা অংশ তিনি ছোট-বড় সকলের জন্য লেখালিখি করে কাটাবেন।