প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এ. এম. ফিরোজ
এ.এম. ফিরোজ সাহিত্য সম্পাদক, কবি, লেখক, ঔপন্যাসিক, সংগঠক, শিক্ষক ও চিত্রশিল্পী এ.এম. ফিরোজ। তার লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই। স্কুল জীবন থেকেই তিনি অসংখ্য গল্প ও কবিতা লিখতেন। তার লেখা গল্প ও কবিতা বিভিন্ন পত্রিকাতেও প্রকাশিত হয়েছে বহুবার। তার লেখা অনেক নাটকও মঞ্চস্থ হয়েছে এবং নিজের লেখা নাটকে অভিনয়ও করেছেন বহুবার। ইতিপূর্বে তার লেখা গল্প- অর্থের নেশা, অতঃপর আমি, রসিক বাবা প্রকাশিত হয়েছে। কবির লেখা উপন্যাস- ছিঁড়ে গেছে আশালতা, অপেক্ষার শেষ দিন এবং তার যৌথ কাব্যগ্রন্থ- শেকড়, কবিতার চোখে জল, ওরা কলম ধরেছে, কবিতায় কবিদল, কাব্যের চতুরঙ্গ ইত্যাদি প্রকাশিত হয়েছে। তার নিজ হাতে গড়া আর্ত মানবতার সেবাদানের মহান ব্রত নিয়ে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন "শেকড় ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০০৯ সাল থেকে দায়িত্বরত আছেন। শেরপুর জেলার প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন শেকড় ফাউন্ডেশন। বর্তমানে তিনি বিজনেস ও শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তার প্রিয় সখ ছবি আঁকা। একজন চিত্রশিল্পী হিসেবে তিনি বেশ সুনাম অর্জন করেছেন। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্তর্গত শেরপুর জেলাস্থ নকলা উপজেলার মনোমুগ্ধকর মনোরম পরিবেশে অবস্থিত নামাকৈয়াকুড়ি গ্রামে ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মরহুম আঃ রাজ্জাক, মাতা- আজিমন নেছা। তিনি নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় হতে এস.এস সি, নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজ হতে এইচ.এস.সি এবং শেরপুর সরকারি কলেজ থেকে বি.এস.এস ডিগ্রি লাভ করেন। সাহিত্য জগতের প্রাণ তিনি। আশা করি লেখকের সম্পাদিত "শেকড়" যৌথ গ্রন্থটি পাঠক মহলে সারা জাগাতে সক্ষম হবে।