Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Hosneara Begum books

follower

ড. হোসনেয়ারা বেগম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামে ১৯৬৭ সালের ১৬ জুলাই তার জন্ম। পিতা মোঃ ইয়াছিন আলী, মাতা: আশরাফুন নেছা। বৈবাহিক সূত্রে রাজবাড়ী জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চর শ্যামনগর গ্রামের আব্দুল মান্নান মোল্লার পুত্রবধূ, ড. মোঃ আলমগীর হোসেন (উপসচিব) এর স্ত্রী। তিনি শিক্ষা জীবনে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপন শেষে গোয়ালন্দ নাজীর উদ্দীন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ), রাজবাড়ী সরকারি কলেজ থেকে ১৯৮৪ সালে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ), রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৯ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ড. সৌদা আক্তার এর তত্ত্বাবধানে "রবীন্দ্রনাথের ছোটোগল্প: নারী ও তার মনস্তত্ত্ব" বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, বোয়ালমারী, ফরিদপুর এ বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। সৃষ্টিশীল গবেষণাধর্মী কাজে তার অপরিমেয় উৎসাহ ও আগ্রহ রয়েছে। তার সম্পাদনায় কলেজ ম্যাগাজিন আবর্তন-১ প্রকাশিত হয়। বাল্যকালে নিজ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী, খোলা আকাশ বিস্তৃত মাঠ আর সবুজ প্রকৃতিতে বেড়ে ওঠায় তাকে কবিতা, ছড়া, ছোটোগল্প লেখায় অনুপ্রাণিত করেছে। "চৈত্রের চাঁদনি রাত" তার তৃতীয় কাব্যগ্রন্থ। তার আরও বিচিত্র বিষয়ে লেখা প্রকাশ অপেক্ষায় রয়েছে। শৈশব-কৈশোর অনেক সহোদর মাঝে বেড়ে ওঠায় আসঙ্গ প্রিয় মানুষটি মানুষকে বড়ো ভালোবাসে। আরও ভালোবাসে দেশকে দেশের প্রতিটি মানুষকে-আবাল বৃদ্ধবনিতা সবাইকে। মানুষকে প্রিয় সখ তার সুযোগ ও সময় পেলে বৃদ্ধজনের পাশে বসে তার জীবনের সুখ দুঃখ ও রোমান্টিক গল্প শোনা। বিশেষ করে মুক্তিযুদ্ধের গল্প শুনতে তার বেশ ভালোলাগে। ধনি-নির্ধন নির্বিশেষে সব শিশুকে আদর করা তাদের সঙ্গে কথা বলা গল্প করাও তার প্রিয় সখের একটা অংশ। বর্তমানে পেশাগত কর্ম ব্যস্ততাসহ স্বামী ড. মোঃ আলমগীর হোসেন (উপসচিব) ও একমাত্র কন্যা সুহিতা আলম ঐশীকে নিয়ে তার সুখের ভুবন।

ড. হোসনেয়ারা বেগম এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed