Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdul Goni Miah books

follower

আব্দুল গনি মিয়া

আব্দুল গনি মিয়া ১৯৬৫ সালের ১৫ অক্টোবর ঢাকার ৫৩/১ করাতিটোলায় জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম আব্দুর রাজ্জাক, মাতা: : মৃত মোছাম্মৎ আমেনা খাতুন। তাঁর শৈশব ও কৈশোর ঢাকায় অতিবাহিত হয়। বর্তমান ও স্থায়ী ঠিকানা ৫৩/১ বি-করাতিটোলা, সায়েদাবাদ, ঢাকা-১২০৪। তিনি ছাত্রজীবন থেকেই কবিতা লেখা, বইপড়া, সংস্কৃতি চর্চার প্রতি আকৃষ্ট হন। আব্দুল গনি মিয়া বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী নিবেদিতপ্রাণ কবি ও সংগঠক হিসেবে সুপরিচিত। তিনি দেশ বিদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের উদ্যোক্তা, পৃষ্ঠপোষক ও কর্মী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় অসংখ্য কবিতা উৎসব ও আলোচনা অনুষ্ঠান উদ্যাপিত হয়। তিনি বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের সমন্বয়কের দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা আন্দোলন (BIPM)- এর একজন নিবেদিতপ্রাণ কর্মী। এছাড়াও তিনি সভাপতি: করাতিটোলা তরুণ সংসদ, সভাপতি: শিখরী নটন সম্প্রদায়, আহ্বায়ক বঙ্গবন্ধু কবিতা উৎসব উদ্যাপন পরিষদ, সহ-সভাপতি বঙ্গবন্ধু যুব পরিষদ (কেন্দ্রীয় কমিটি)। মহাসচিব বিশ্ব কবিতা আন্দোলন (বি.ক.আ)। মহাসচিব বিশ্ব বাঙালি মহাসভা। সহ- সম্পাদক: শেখ রাসেল ক্রীড়া চক্র (প্রতিষ্ঠাতা)। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান করাতিটোলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.। আজীবন সদস্য: কবি মো. ওয়াহিদুজ্জামান লাইব্রেরি ও শিক্ষা ভুবন। সহকারী সম্পাদক: মাসিক কবিতা, দূত, নয়া দুনিয়া, দাবানল। (সাহিত্য সংকলন)। আব্দুল গনি মিয়ার পেশা ব্যবসা। শখ ভ্রমণ, বই পড়া ও কবিতা লেখা।

আব্দুল গনি মিয়া এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed