প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাহিন মোস্তাফিজ সামী – জন্ম পহেলা জানুয়ারী ২০০০ সাল, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট শেষ পর্যায়ের ছাত্র হিসেবে ইউল্যাব ইউনিভারসিটি (ULAB) ঢাকায় অধ্যয়নরত। একজন প্রতিরক্ষা কর্মকর্তার সন্তান হিসেবে তিনি পারিবারিক ভাবে ঢাকা সেনানিবাসের নির্মল ,শান্ত ও নিরিবিলি পরিবেশে বড় হয়েছেন।
মাহিন মোস্তাফিজ সামী আদমজী ক্যানটনমেন্ট পাব্লিক স্কুল থেকে ২০১৬ সালে এসএসসি এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (BISC) থেকে ২০১৮ সালে এইচএসসি পাশ করেন।
ছোট বেলা থেকে প্রকৃতি আকৃষ্ট মাহিন কিছুটা ছিন্তা ও কল্পনা প্রবন ছিলেন । বিজ্ঞান ভিত্তিক বিষয় গুলোর প্রতি তিনি সব সময় প্রবল অনুরাগী ছিলেন – বিশেষ করে পদার্থ বিজ্ঞান ও গনিত বিষয়ে বিভিন্ন সমস্যা গুলো শর্ট কার্ট পদ্ধতিগত কৌশল ব্যাবহারে দ্রুত সমাধানে পারদর্শী ছিলেন। মাহিন মোস্তাফিজ সামী স্কুল এবং কলেজ জীবনে সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার সহ একাধিক পুরস্কারে ভুষিত হন । এ ছাড়া ক্রিকেট খেলার প্রতি বিশেষ করে লেগ স্পিন কলা-কৌশলের প্রতি ছিল তার প্রবল আকর্ষন– যা বর্তমানেও বিদ্যমান । এক সময় গুলশান ক্রিকেট ক্লাব মাঠ ছিল তার অনুশীলেনর চারন ভুমি ।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে মাহিন বর্তমানে একাডেমিক অধ্যয়নের পাশা পাশি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার বিষয়ে পরিক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন কোন প্রজেক্ট উদ্ভাবন এবং লেখা লেখি নিয়ে ব্যস্ত সময় কাটান এবং এরি মধ্যে গ্রাফিক ডিজাইন কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন । তার নির্মিত গ্রাফিক ডিজাইন সমুহ বিক্রির জন্য সাটারস্টক অন লাইন এজেন্সির ওয়েবসাইটে বিশ্বব্যাপী প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া হ্যাকার-র্যাংক, টপকোডার প্রব্লেম সল্ভ সহ কম্পিউটার/প্রোগ্রামিং বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রতিযোগিতায় ব্যক্তিগত ও গ্রুপ পর্যায়ে অংশ গ্রহন করছেন এবং ইতিমধ্যে Certificate of achievement winner of Graphixy organized by IEEE ULAB, Certificate of achievement 1st techlesson competition 2020 from med lesson, Certificate of participation Math Adda with professor abul kalam azad ULAB, লাভ করেছেন।
এছাড়াও মাহিন মোস্তাফিজ সামীর গুরত্ত্বপুর্ন অর্জন হচ্ছে CTO Forum innovative National Hackathon 2021 আয়োজিত গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় ২০০ গ্রুপের মধ্য থেকে বাছাইকৃত ১৭টি গ্রুপের অন্যতম গ্রুপ (Subject: Medical Vertual Asistant App) হিসেবে নির্বাচিত এবং ব্যক্তিগত ভাবে achivement certificate of Participation সনদ লাভ । মাহিন মোস্তাফিজ সামী ভবিষ্যতে আরও বিভিন্নমুখী সাফল্য অর্জনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
https://www.facebook.com/mahinmustafiz.sami/ [email protected]
(Showing 1 to 1 of 1 items)
demo content