প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কামরুল হাসান (কাব্যচাষী)
কবি, শ্রদ্ধেয় কামরুল হাসান, ১৯৮৩ সনের ৫ই মে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ৭নং দরবেশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এক সাহসী হৃদয় নিয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-মরহুম আলহাজ বাদশা মিয়া। মাতার নাম-আলহাজ চাঁদবানু। তিনি পরিবারের তিনবােন দু'ভায়ের মধ্যে মা-বাবার প্রথম সন্তান। কবি শ্রদ্ধেয় কামরুল হাসান-ছােটবেলা থেকেই কাব্য। সাহিত্যে বিচরণ করছেন! সেই ধারা আজ অবধি চলমান...। নেতিবাচক কিছু তাকে প্রভাবিত করেনা, সবসময় ইতিবাচক। লিখতে আন্তরিক শত ব্যস্ততার মাঝেও; সাহিত্যচর্চায় নিজেকে নিয়ােজিত রাখতে বড় বেশি ভালােবাসেন তিনি! | তারই প্রমাণ, তাঁর একঝাক কবিতা নিয়ে-প্রকাশিতব্য। ‘ভালােবাসার ফেরিওয়ালা' কাব্যগ্রন্থটি। হৃদয়ের শব্দমালায় গাঁথা। “ভালােবাসার ফেরিওয়ালা” পাঠকমহলে ব্যাপকভাবে সাড়া। ফেলবে আশা করছি! কবি, শ্রদ্ধেয় কামরুল হাসান ১৯৯৯ সালে। দরবেশপুর উচ্চবিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, জীবিকার তাগিদে দূর প্রবাসে পাড়ি জমান. বর্তমানে তিনি প্রবাসে একজন সনামধন্য সফল ব্যবসায়ী! জীবনযুদ্ধে তিনি একজন নির্ভীক জীবনযােদ্ধা! কবি, শ্রদ্ধেয় কামরুল হাসান। ‘কাব্যচাষি' হিসেবে সমাজের অনেকের কাছেই বেশ পরিচিত।। মনে রাখতে হবে, জন্মসূত্রে বংশীয় পদবী পাওয়া গেলেও; কবুয়তপ্রাপ্ত না-হলে, কবি হওয়া অসম্ভব! কবি হতে প্রাতিষ্ঠানিক সনদের দরকার না-হলেও; জ্ঞানার্জনের কোনাে বিকল্প নেই। সবশেষে, আমি হৃদয়ের গভীর থেকে, কবির সার্বিক ভালাে কামনা। করি-আমীন! গণমানুষের প্রিয়কবি, আবৃত্তিশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব।