প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মো. মোশারফ হোসেন
বহুমাত্রিক বিষয় নিয়ে সমকালিক লেখালেখির অঙ্গনে হাতেগােণা যে ক’জন লেখিয়ে সরব তাঁদের মধ্যে মােহা. মােশাররফ হােসেন একজন। দীর্ঘকাল সরকারি চাকুরিতে নিয়ােজিত থাকাকালীন যে লেখালেখি শুরু করে ছিলেন তা অবসর জীবনেও ধরে রেখেছেন । শুরু করেছিলেন পুরাতত্ত্ব ও মূর্তিতত্ত্ব দিয়ে। আর বর্তমানে নিরলস কাজ করছেন ইতিহাস, ধর্মতত্ত্ব, জাতিতত্ত্ব, পর্যটন প্রভৃতি নিয়ে । বাংলা ও ইংরেজি ভাষায় বর্তমানে তার প্রকাশিত বই-এর সংখ্যা ৪৫টি। সম্প্রতি (খ্রি. ২০১১ সাল) লেখক সম্পাদনার কাজে নিয়ােজিত রয়েছেন। তাঁর সর্বশেষ সম্পাদিত বই এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ থেকে প্রকাশিত The Archaeological Heritage of Bangladesh. Os কিছু লেখা ইতিমধ্যে বিদেশি ভাষায়ও অনূদিত হতে শুরু করেছে ।