প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রাহাত হোসেন
মধ্যবিত্ত শ্রেনী থেকে উঠে আসা একজন মানুষের। সাহিত্য সাধনা করা এটা বড় অলৌকিক । আর এ অলৌকিক কাজটা করেছে নবীন লেখক রাহাত হােসেন । যার এখন লেখা পড়ার পাশাপাশি প্রধান কাজ কবিতার ভাবনায় মগ্ন হওয়া । ক্লাশ দশম থেকে তার বই পড়া এবং লেখার প্রতি উৎসাহ জাগে তার এবং তার অনুপ্রেরণা মূল তার বাবা হাজী মাে:ছলেমান মিয়া ও মাতা:রােকেয়া বেগম ও প্রিয় স্যার ইমরান হােসেন বাচ্চু এবং বিনয় স্যার । বর্তমানে কবি ভােলা সরকারি কলেজে সমাজ কর্ম বিভাগ থেকে অনার্স প্রথম বর্ষে পড়াশােনা করছেন। তার প্রকাশিত " বিষাদের শেষ অংশ " দিয়ে তার সাহিত্য পথ চলা শুরু!