প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
উবায়দুল্লাহ তাসনিম
উবায়দুল্লাহ তাসনিম। মেধাবী তরুণ, আলিম, শিক্ষক, লেখক ও অনুবাদক। পড়াশোনা করেছেন ঢাকার বিখ্যাত মাদরাসাগুলোতে। দাওরা, জামিআতুল উলুমিল ইসলামিয়ায় এবং আরবি ভাষা ও সাহিত্য, মাদানি নগর মাদরাসায়। তরুণ এই শিক্ষকের প্রকাশিত প্রথম বই ছিল ইখলাস। এছাড়াও ভালো অনুবাদের স্বীকৃতি পেয়েছেন ফিকহুস সিরাহ, ম্যাসেজ অব কুরআন, নবীজির মাদরাসা বইয়ের মাধ্যমে। মৌলিকও ভালো লেখেন। ফিরে এলো রামাদান বইটি তারই সাক্ষর বহন করছে। প্রকাশের অপেক্ষায় আছে ম্যাসেজ অব হাদিসসহ আরও কয়েকটি বই। শিক্ষকতা এখন মূল ব্যস্তত। লেখালিখি পেশা নয়—জীবনের মূল স্বপ্ন ও সাধনা। লেখেন, লিখতে ভালোবাসেন। কলমের আঁচড়েই বলে যেতে চান স্বপ্ন ও সম্ভবনার কথা। আলো এবং ভালোর কথা। উবায়দু্ল্লাহ তাসনিম শিক্ষকতা করছেন ২০২১-২২ থেকে। এখন হাদিসের দারসের খিদমতে ব্যস্ত আছেন বিখ্যাত ‘জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ’ মাদরাসায়।