Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Harun Rashid books

follower

হারুন রশীদ

হারুন রশীদ ১৯৫৭ সালের ৫ আগস্ট গােপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় জন্মগ্রহণ করেণ। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক সম্মান, ১৯৮১ সালে স্নাতকোত্তর এবং ২০০০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সালের ২ মে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যােগদান করেন এবং ১৯৮৭ সালের ৩ অক্টোবর পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। এরপর ১৯৮৭ সালের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যােগদান করেন। বর্তমানে তিনি একই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। দর্শন বিভাগ ছাড়াও তিনি অর্থনীতি বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। মার্কসীয় দর্শন গ্রন্থের জন্য এবছর তিনি বাংলার ‘পাঠশালা সরদার ফজলুল করিম দর্শন পদক' লাভ করেছেন। Normative Marxism শীর্ষক তাঁর আর একটি গ্রন্থ জাতীয় সাহিত্য প্রকাশ থেকে ২০০৭ সালে প্রকাশিত হয়েছে। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জার্নালে তাঁর দর্শন বিষয়ক বহু গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি বামপন্থী ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। দর্শন বিভাগ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। অধ্যাপনা জীবনের শুরু থেকে বিভিন্ন প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও আন্দোলনের সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি সামাজিক আন্দোলন বিষয়ক সংগঠন ‘গণতান্ত্রিক আইন ও সংবিধান আন্দোলন' এর একজন সক্রিয় সংগঠক।

হারুন রশীদ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed