প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাহফুজুর রহমান (নাট্যকার)
মাহফুজুর রহমান ১৯৮৪ সালের ১২ ফেব্রুয়ারি যশাের জেলার সদর থানার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা। মরহুম হাফেজ শেখ নূর মােহাম্মদ ও মাতা রাশিদা খাতুন। তিনি ১৯৯৮ সালে দাখিল ও ২০০১ সালে আলিম বিজ্ঞান বিভাগ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ডিগ্রি অর্জন করেন। এরপর যশাের এম.এম কলেজ থেকে ২০০৬ সালে বি.এ অনার্স (বাংলা) এবং ২০০৭ সালে এম.এ (বাংলা) ডিগ্রি লাভ করেন। এছাড়া ২০১১ সালে যশাের টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড (প্রথম শ্রেণিতে) ডিগ্রি অর্জন করেন। ‘কোলা ব্যাঙের বিয়ে'-এটি তার প্রথম ছড়ার বই। তিনি নাটকও রচনা করে যাচ্ছেন। রচিত নাটকের মধ্যে রয়েছে : ‘ব-কলম ও ঘরজামাই'। ছােট গল্প : ‘বিচিত্র ভালবাসা, সার্টিফিকেট, দাওয়াত ও মােবাইলে ভালবাসা'। এছাড়া তিনি শতাধিক গান, হামদ-নাত দেশাত্বতবেধিক গান লিখছেন এবং সুর করছেন। বর্তমানে তিনি যশোের ল্যাবরেটরি স্কুল * অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।