প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মেহরাব রহমান
মেহরাব রহমান এর শেকড় প্রথিত নােয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিরাবাদ গ্রামে। আবু এরফান মাহবুবুর রহমান তার বাবা। বাবার পড়াশােনা কলকাতায়। ভারত বিভাগের পর তিনি চলে আসেন চট্টগ্রামে। আর এই পার ঘেরা, সাগর বেষ্টিত মােহনীয় প্রকৃতির মাঝে কবি মেহরাবের জন্ম। কবির বিশ্বাস কবিতার প্রধান উপাদান ভালােবাসা। একটি সুস্থ, সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বেড়ে উঠেছে কবির দেহমন। তিনি যখন নবম শ্রেণিতে পড়েন, তখন তার প্রথম কবিতা ছাপা হয় নবারুণ নামে একটি সাহিত্য পত্রিকায়। সেই থেকে কবি মেহরাব রহমান-এর কবিতা লেখার যাত্র শুরু। কবিতা ছাড়াও তিনি ছড়া, ছােটগল্প গান ও কলাম লিখে থাকেন। তিনি দক্ষ অভিনেতাও। বটে। ইতিমধ্যে মেহরাব রহমান বাংলা কবিতা জগতে কিছুটা হলেও নাড়া দিতে সক্ষম হয়েছেন এবং নিশ্চিত করেই বলা যায় নিজস্ব পথ নির্মাণ করতে পেরেছন। এছাড়া শুদ্ধ হাতে লিখে যাচ্ছেন কলাম, গল্প এবং ছড়া।। প্রচার বিমুখ, নিভৃতচারি এই কবি নিরন্তর কলম যুদ্ধ করে যাচ্ছেন, যদি তার শেষ যাত্রার আগের মূহুর্তেও রেখে যেতে পারেন একটি শ্রেষ্ঠ পঙক্তিমালা বা বাণী যা হতে পারে যুদ্ধ নামক মহাব্যাধির মহৌষধ।