প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ডা. এম ফেরদৌস
প্রফেসর ডা. এম ফেরদৌস বাংলাদেশের একজন বিশিষ্ট ত্বক, সেক্স ও কসমেটিকস বিশেষজ্ঞ। তিনি পুরাতন ঢাকার হাজী ওসমান গণি রোডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলহাজ্ব কলিমুল্লাহ্ ভুঁইয়া এবং মাতার নাম মরহুমা আলহাজ্ব নূরজাহান বেগম। লেখকের পৈত্রিক বাড়ি ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলা ভুলতা ইউনিয়নের ভাইলা গ্রামে। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ও প্রখর ধী শক্তির অধিকারী ডাক্তার ফেরদৌস ঢাকার নবাবপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন। তিনি ১৯৭৩ সালে এই স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৮৩ সালের জানুয়ারি মাসে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং একই কলেজের হাসপাতালে তার ডাক্তারী জীবন শুরু করেন। ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সুদীর্ঘ দশ বছর তিনি ইরান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ডাক্তারী পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৯৪-৯৫ সালে তিনি অষ্ট্রিয়া ইউনিভার্সিটি থেকে চর্ম, যৌনরোগ ও কসমেটিকস্ বিষয়ে পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনের প্রখ্যাত সেন্ট থমাস হসপিটালের সেন্ট জোনস ইনস্টিটিউট শাখা থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি শিক্ষানবিশ এবং বিশেষজ্ঞ হিসেবে এশিয়া ও ইউরোপের বহু দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিষয়ের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত রয়েছেন। পাশাপাশি ধানমন্ডিস্থিত ইবনে সিনা ডায়াগনষ্টিক ও ইমেজিং সেন্টারে কনসালটেন্ট হিসাবে রোগী দেখেন। লেখকের চিকিৎসা বিষয়ক বহু লেখা দেশের বিভিন্ন দৈনিক, পাক্ষিক ও মাসিক পত্র-পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশ পাচ্ছে।