প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নাজমুন নাহার
নাজমুন নাহার জন্মস্থানঃ খিলগাঁও, ঢাকা। পিতাঃ মরহুম মােঃ আব্দুস সােবহান মাতাঃ মরহুমা রােকেয়া আক্তার বাবার চাকুরী সূত্রে শৈশবে দেশের বিভিন্ন স্থানে থাকা হলেও আমার আদি পৈত্রিক নিবাস মুন্সিগঞ্জে (বিক্রমপুর)। স্কুল ও কলেজ জীবন কেটেছে মুন্সিগঞ্জ জিলা শহরেই। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইডেন কলেজ থেকে সাধারণ ইতিহাসে অনার্স ও মাস্টার্স করেছি। পেশায় গৃহিণী। মনে প্রাণে একজন সাহিত্যপ্রেমী মানুষ আমি। খুব ছােটবেলা থেকেই গল্প, কবিতা উপন্যাস পড়তে শুরু করি। পড়তে পড়তে একটা সময় উপলব্ধি করলাম গল্প কবিতা লিখতেও ভালবাসি। বিষয়ভিত্তিক যে কোনাে লেখা পড়তে ভীষণ ভালাে লাগে। * যতই পড়িবে ততই শিখিবে" - এই মূলমন্ত্রে বিশ্বাস করি। আমার খুব প্রিয় একজন শিক্ষিকা শ্রদ্ধেয় সালমা আলী আপার একটি কথা আমাকে খুবই অনুপ্রাণিত করে। তা হলাে - ' বাদাম খেয়ে ঠোঙা ফেলে দেয়ার আগে ওটা পড়, হয়তাে ওটাতেও শিক্ষনীয় কিছু থাকতে পারে। প্রিয় ব্যক্তিত্ব হযরত মােহাম্মদ (সঃ) এবং প্রিয় বাণী কোরআনের বাণী। ''আরশি হদ' আমার প্রথম একক কাব্যগ্রহ।। এছাড়া শত কবির শত কবিতা, ছন্দের আলােকবর্ষ, সমর্পিত অঞ্জলি আকাশগঙ্গা ও মৌন নক্ষত্র নামে পাঁচটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। প্রিয় শখের মধ্যে রয়েছে গান শােনা, কবিতা - গল্প - উপন্যাস পড়া, আবৃত্তি করা। ভালাে লাগে 'যে কোনাে প্রাকৃতিক দৃশ্য যেমন নদী, সমুদ্র, পাহাড়, আকাশ, সবুজ ইত্যাদি দেখতে। আর মায়ের কোলে শিশুর হাসি,এই দৃশ্যটা আমাকেদারুনভাবে আলােড়িত করে।