প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
তানভীর আহমেদ
তানভীর আহমেদ ১৯৭৫ সালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা: ডা: আজিমউদ্দীন আহমেদ, মাতা: মনােয়ারা বেগম। কবির অনুজ ডা: মু: সায়েদুল আরেফীনও কাব্যানুরাগী ও ‘স্বপ্নের দ্বীপে’ নামক কাব্যগ্রন্থের রচয়িতা। ছােটকাল হতেই অত্যন্ত মেধাবী কবি তানভীর আহমেদ অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং হালুয়াঘাট মডেল হাই স্কুল হতে এসএসসি পাশের পর নটরডেম কলেজে ভর্তি হন। তিনি উচ্চমাধ্যমিক পাস করে ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি হন। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যােগদান করেন। চাকুরীজীবনে তিনি আইভরিকোষ্টে শান্তিরক্ষা মিশন ও কুয়েতে ‘অপারেশন কুয়েত পুনরুদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি তার আরবি ও ফরাসী ভাষায় দক্ষতা রয়েছে। খুব অল্প বয়সে লেখালেখিতে হাতেখড়ি হলেও প্রায় দীর্ঘদিন তিনি কোন কবিতা লিখেননি। তবে গল্প, কবিতা ও সাহিত্যের অন্যান্য শাখার প্রতি তার ভালবাসার কখনাে কমতি ছিল না। স্বপ্নরা ক্ষয়ে গেছে' কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই সাম্প্রতিক সময়ে লেখা। কবি তানভীর আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদবীতে কর্মরত রয়েছেন। তাঁর স্ত্রী শামীমা বেগম পেশায় একজন চিকিৎসক এবং মেয়ে তাহসিন আহমেদ পুস্পিতা দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বাংলাদেশকে সুন্দর আবাসভূমি হিসেবে দেখে যাওয়াই কবির স্বপ্ন।