প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জিয়াউল হক
মােঃ জিয়াউল হক; জন্ম : ১৯৮১ সালের ১৫ই ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গােবিন্দী গ্রামে। পিতা- মােঃ নাছির উদ্দীন, মাতামােছাঃ জাহানারা বেগম। পড়াশােনা : এম.এ (রাষ্ট্রবিজ্ঞান)। পেশা : দীর্ঘ এক যুগ ‘গ্রাফিক। ডিজাইনার’ ও ‘পেইন্টার’ হিসেবে জীবিকা নির্বাহ করার পর, বর্তমান পেশা শিক্ষকতা। লেখালেখির হাতে খড়ি হয় ১৯৯৫ সালে । লেখালেখির শুরুটা মফস্বল এলাকার নাট্যপ্রেমী ছেলেদের জন্য মঞ্চ নাটকের কাহিনি রচনার মধ্য দিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় কবিতা ও ছড়া লেখার চেষ্টা, বহুদিন। সেই চেষ্টা থেকেই ২০০০। সালে প্রকাশিত দৈনিক ঘাঘট' পত্রিকায় ‘আঁড় চোখে দেখা’ শিরােনামে বিদ্রুপাত্মক ছড়া নিয়মিত লেখালেখি। এই সময় সাহিত্যপ্রেমী বন্ধুদের সাথে নিয়ে ‘অগ্নিরথ’ নামক একটি অনিয়মিত মাসিক সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা ও প্রকাশনা কাজেও যুক্ত। কিন্তু ইতিমধ্যে রুটিরুজির জীবনযুদ্ধ শুরু হলে কবিতা-ছড়া বিলিন হয়ে যায় জীবন থেকে। তারপর কী করে একদিন হঠাৎ-ই গল্প লেখা শুরু। শুরুতেই কিছু ছােটগল্প লেখলেও এর মধ্যে দু'টি উপন্যাসও লেখা হয়। এছাড়াও অনলাইনে লেখাপ্রথম আলাে ব্লগ, শব্দনীড়, চলন্তিকা, নক্ষত্র ব্লগ এবং জলছবি বাতায়ন। ২০১৪ সালে শব্দনীড় ব্লগ ‘সৃজনশীল লেখা প্রতিযােগিতা-২০১৪' এর আয়ােজন করলে সেখানে হাজতী’ গল্পটি দ্বিতীয় স্থান লাভ করে। এর মধ্যে জলছবি বাতায়ন তাদের ‘বর্ষপুর্তি ও একুশে বইমেলা ২০১৪' ছাপা সংস্করণে ‘সত্যপীরের গান' এবং বাংলা নববর্ষ১৪২০' সংখ্যায় ‘হাজতী' গল্পটি প্রকাশ করেছে।