প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জহির চৌধুরী
জহির চৌধুরী জন্ম ২১ জুলাই, ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যায়। নিজের ভুবনে যত মরীচিকাই থাকুক না কেন সবই মুছে যাবে, যদি অন্তরে থাকে বিশ্বাস। পৃথিবীর বুকে সবাইকে নিয়ে এক সাথে বাঁচতে চাই, এটাই জহির চৌধুরীর বিশ্বাস । মনের শান্তির জন্যই স্কুল জীবন থেকেই লিখছেন গল্প, ছড়া, আর কবিতা। স্কুল দেয়ালিকা থেকে শুরু করে ম্যাগাজিন, পরবর্তীতে বিভিন্ন জাতীয় দৈনিকে সম্পাদনা করেছেন দিশারী সহ কয়েকটি ম্যাগাজিন। বিতর্ক প্রতিযােগিতা, সংস্কৃতি এবং সৃজনশীল কাজে পেয়েছেন বেশ কিছু পুরস্কার। যুক্ত আছেন জনকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান ‘হােপ’ (এনজিও) এর সাথে ।। কাজ করছেন রিলায়েন্স লিগ্যাল সার্ভিসে || পাশাপাশি একটি পত্রিকায় সাংবাদিকতা চলছে। বিভিন্ন সংকলনে লেখা প্রকাশিত। হলেও প্রথম মলাটবদ্ধ মৌলিক গ্রন্থ প্রশ্নগুলাে পৃথিবীর ছিল। শ্রদ্ধেয় গুণীলেখক আর ভালােবাসার তরুণ লেখকদের সংস্পর্শে থেকে লেখার চেষ্টা করছেন দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন পত্র-পত্রিকায়। দু’চোখের স্বপ্নগুলােকে কলমের কালি দ্বারা রূপ দিতেই আমৃত্যু লিখে যেতে চান।