প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মৌরি অদিতি হক
সন্ধ্যার লালা জড়ানাে আলােতে এ-গ্রী সাইজের কাগজ এবং ক্ষুধার্ত কলমটা সিদ্ধান্ত নিলাে তারা আস্ত একটি কবিতা চিবিয়ে খাবে। শব্দের সুডৌল দেহ, বাক্যের নিপুণতা এবং অন্তঃমিল দেখে কলমের জিভে জল। আসে। কলম ও কাগজের মুখে আস্ত একটি কবিতা গুজে দেয় সদ্য উদিত বিংশবর্ষীয় এক তরুণী; তরুণী কি আদৌ জানতাে এ কবিতাগুলােই হবে মহাবিশ্বের কবিতা পােকাদের আহার? বােধহয় জানতাে না, অন্যথায় এ কবিতাগুলােকে নিয়ে কি মুখ গুজে অপেক্ষায় থাকতাে। সহস্র বছর? অলীক কিছু স্বপ্নে বিভাের হয়ে আছেন ‘অলীক শব্দের অপেক্ষায়' কাব্যগ্রন্থটির কবি মৌরি অদিতি হক। বিংশবর্ষীয় এ কবির শুরুটা ‘অলীক শব্দের অপেক্ষায় বইটি দিয়ে শুরু হলেও লিখে যাবেন অনন্তকাল। না লিখেও যে আর কোনাে উপায়ন্তর নেই, তিনি যে জন্ম। নিয়েছেন কবিতার দেবীর শহরে। কবি কাজী নজরুল ইসলামের দেবী, প্রমীলা দেবীর শহর মানিকগঞ্জের আলােবাতাসে বেড়ে উঠা এ কবির। তার। কবিতারা ভেসে আসে যেন যমুনার স্রোত ধরে, ঢেউয়ের শুভ্রচুড়ায় প্রতিধ্বনিত হয় এক একটি শব্দ। আরাে সুখকর ব্যাপার হলাে তার বাবা মােঃ মােজাম্মেল হক ঐতিহ্যবাহী তেওতা একাডেমীর প্রধান শিক্ষক এবং নজরুল প্রমীলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক। তাইতাে কবিতায়ই তার জন্ম, কবিতায়ই তার বসবাস।।