প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জাহাঙ্গীর আজাদ
জাহাঙ্গীর আজাদ জন্ম ১৯৫৬, পশ্চিম পাকিস্থানের পেশাওয়ার সেনানিবাসে, বাবার তৎকালীন কর্মস্থলে। পরে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের নয়নাভিরাম নিসর্গের ছায়ায় ছোটবেলার কিছুদিন কাটিয়ে 'বড়' হবার জন্যে ফিরে আসা চট্টগ্রামের নিজ বাসভূমে, রাউজানের নিস্তরঙ্গ একটি গ্রাম চিকদাইর-এ। জীবনের পরিযায়ী পাখায় পৃথিবীর নানা বন্দরের, নানা শহরের রৌদ্র-জলের ছোপ লাগলেও তাই জাহাঙ্গীর আজাদের যৌবনের শহর, প্রিয়তম শহর চট্টগ্রাম, প্রিয়তম গ্রাম চিকদাইর। কৈশোরের স্বপ্নাক্রান্ত যে হৃদয়ে ধারণ করেছিলেন মহান মুক্তিযুদ্ধের আগুন, পরবর্তীতে কমরেড মোহাম্মদ তোয়াহা, কমরেড শরদিন্দু দস্তিদার, কমরেড অধ্যাপক আসহাবউদ্দীন আহমেদ প্রমুখের সংস্পর্শে এসে সেই স্বপ্ন প্রলম্বিত হয় সীমান্তবিহীন বিশ্বে শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়। পরিতাপের বিষয়, তাঁর লেখায় সেই মহান আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো না, নদী নারী নক্ষত্র ও নিসর্গের ক্যানভাসে তিনি প্রেমের কবিতাই লিখে এলেন আজীবন। শীর্ষ পাঁচ প্রিয় কবি- রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, শামসুর রাহমান, আল মাহমুদ। এই গ্রন্থের অধিকাংশ কবিতা দৈনিক আজাদী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক সংবাদ-এর সাহিত্যের পাতাসহ নানা অনলাইন সাময়িকী ও লিটলম্যাগে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। আগে কোথাও ছাপা হয়নি, এমন লেখা মাত্র চারটি। বাবা সুলতান আহমেদ, মা মোস্তফা খাতুন, একমাত্র ছোটবোন নূর ফাতেমা- তিনজনই এখন দূর আকাশের নক্ষত্র। প্রিয় পরিবার: স্ত্রী দিলওয়ারা আকতার জাহাঙ্গীর। দুই কন্যা সাদীয়া তারান্নুম বৃষ্টি ও সাবিহা তাবাসসুম বর্ষা। দুই পুত্র জারীর জাহাঙ্গীর শ্রাবণ ও নাবীল জাহাঙ্গীর প্লাবন। পুত্রপ্রতীম জামাতা আবু জাহেদ বাবু।