প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. ইউসুফ খান
ড. ইউসুফ খান। জন্ম টাঙ্গাইল জেলায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে অনার্সসহ মাষ্টার্স এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৭ সালে সোনালী ব্যাংকে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রস্থ সোনালী একচেঞ্জ কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দেশে ফিরে বেসরকারি খাতের অন্যতম ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি এবং সর্বশেষ আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং এ্যান্ড ফাইনেনসিয়াল সার্ভিসেস লিমিটেড এর এমডি ও সিও হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে দেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা “বুরো বাংলাদেশ” এর বোর্ড অব গভর্নরস এর একজন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি একটি পুরানো ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড়” এর সভাপতি হিসেবে বাংলা ভাষার উৎকর্ষে ভাষা গবেষণা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ড. খান কাজের ফাঁকে ফাঁকে দীর্ঘদিন যাবৎ লেখালেখির অঙ্গনে বিচরণ করছেন। তার লেখা প্রবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয়ে থাকে। সহধর্মিণী শাহেদা খান সোনালী ব্যাংকের জিএম হিসেবে চাকরি থেকে অবসর নিয়েছেন। একমাত্র সন্তান মেয়ে সামিনা ইউসুফ এশা যুক্তরাষ্ট্র থেকে গ্র্যাজুয়েশন এবং কানাডা থেকে ডিস্টিংশনসহ মাষ্টার্স সম্পন্ন করে কানাডাতেই স্থায়ীভাবে বসবাস করছে।