প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মুঃ মাহমুদুল হাসান
মু.মাহমুদুল হাসান। ১০ই আগষ্ট, ১৯৯৩ সালে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন এর শেখেরগাঁও গ্রামে জন্ম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাফেজ আব্দুল বাসেদ এবং মাতার নাম শাহিদা বেগম। তিনি শেখের গাঁও আব্দুল অদুদ মুন্সী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দাউদকান্দিতে অবস্থিত ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ব বিদ্যালয় বাংলাদেশ (দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ) থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যের উপর স্নাতক সম্মান এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যের উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কর্ম জীবনে স্বপ্নদিঘী ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মেঘনা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। এর পরবর্তীতে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ এবং কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর কে.সি উচ্চ বিদ্যালয় এবং মেঘনা উপজেলার লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজী) হিসাবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে মেঘনা উপজেলায় ২ সহ প্রতিষ্ঠাতা নিয়ে মেঘনার প্রথম ডিজিটাল ও স্মার্ট ক্যাম্পাস “মেঘনা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ” প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করিতেছেন। কৈশোর কাল থেকেই বাংলা সাহিত্যের প্রতি প্রচন্ড আগ্রহ থাকায় বাংলা ভাষায় অনুকবিতা, ছড়া, জীবনধর্মী ও ভালোবাসার কবিতা লিখেন। তার বিভিন্ন মাধ্যমে সৃজনশীল চিন্তাধারা প্রকাশ ও লেখনীর জন্য শিশু কিশোর সংগঠন “লাল সবুজ একাত্তর” কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত হন।