প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রেজাউল হক হেলাল
রেজাউল হক হেলাল জন্ম ১৯৬৩ সালে ৩০ এপ্রিল ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আশরাফপুর গ্রামে। বাবা: আবদুস সালাম, মা দিলবাহার। সেখানেই কাটে শৈশব। উচ্চ মাধ্যমিক ও স্নাতক সোনাগাজিতে, তারপর ঢাকায়। ১৯৮৮ সালে ভারতের আলীগড় মুসলিম ইউনিভার্সিটিতে গমণ। বগুড়া সরকারী মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা থেকে কামিল ডিগ্রিও লাভ করেন তিনি। নানা দূর্যোগ ও বিড়ম্বনায় বেড়ে ওঠা এই মানুষটি ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, মালদ্বীপ, পাকিস্তান, মরিশাস, কাতার, বাহরাইন, সৌদিআরব, ইয়েমেনসহ বহু দেশে ভ্রমণ করে সমৃদ্ধি লাভ করেছেন। ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধানে তিনি প্রায় এক যুগ ধরে পৃথিবীর ঐতিহাসিক স্থান ভ্রমণ করেন। তাঁর বৈচিত্র্যময় অভিজ্ঞতা, ভাষা জ্ঞানকে করেছে শাণিত। বাংলার মতোই ইংরেজি, আরবি, উর্দু- হিন্দি ও সাউথ ইন্ডিয়ান ভাষায় রয়েছে তার দক্ষতা । নান্দনিক ভাষা, আন্তর্জাতিক বীক্ষণ, তথ্যের সমারোহ ও নির্মাণশৈলী তাঁর গদ্যকে করে সুখপাঠ্য। ধর্মীয় অনুভূতি ও গবেষণাধর্মী কেস স্টাডি লিখনে এবং দেশ বিদেশের অভিজ্ঞতার দৃশ্য জুড়ে দিয়ে লেখাকে সমৃদ্ধ করায় তাঁর বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। তাঁর প্রকাশিত গ্রন্থ: 'দ্বীপ দীপান্তর', ‘মরু দিগন্তে কান্না' ও 'আসবে সুদিন আসবে', 'ভোরের বাতাস' ‘ড. হোসনে আরা জীবন ও কর্ম' ও 'নিউইয়র্কে ৩০ বছর'।