প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মো. সেলিম খান
মো. সেলিম খান ৫-আগস্ট ১৯৭৮-ঐতিহ্যবাহী খান পরিবারে মুন্সিগঞ্জ (বিক্রমপুর) লৌহজং উপজেলা আটিগাঁও (বড়বাড়ি) জন্মগ্রহণ করেণ। বাবা-ইঞ্জিনিয়ার আব্দুর রউফ খান মাতা- হোসনেয়ারা (সানু) ভাই-বোন- তিনভাই দুইবোন স্ত্রী- শিউলি খান বাবা চাকরিগত কারণে তাঁর বাল্যকাল ও ছাত্রজীবন কাটে সিরারগঞ্জ শহরে। তিনি ছোট বেলা থেকেই বিভিন্ন গল্প,কবিতা, সাহিত্য ও চিত্র অঙ্কনের সঙ্গে জড়িত। প্রকাশিত ও প্রকাশিতব্য অন্যান্য বই। ১-হ্নদয় মন্দির ২-বর্তমান সরকার আমলের উন্নয়ন ও সাফল্য ৩-সি আইডি অফিসার ৪-শাড়ি বাঙালি নারীর প্রধান সৌন্দর্য ৫-ব্রেন মেকার ৬- ট্রাজেডি ৭--নেক্কার স্ত্রী তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।