প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ঢালী আরিফ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত হজরত খানবাহাদুর আহসান উল্লাহ (র.) এর পূর্ণ্যভূমি নলতা ইউনিয়নের সেহারা গ্রামে মোঃ আবুল হোসেন ও মর্জিনা খাতুনের সন্তান। তিনি ২০০২ সালে এস.এস.সি, ২০০৪ সালে, এইচ.এস.সি এবং ২০১০ সালে কৃতিত্বের সাথে স্নাতক পাশ করেন। ২০০৯ সালে ব্র্যাক ’সামাজিক উন্নয়ন কর্মসূচীতে’ কর্ম জীবন শুরু করলেও ২ বছর পর নিজ উদ্যোগে “হেল্প” নামক শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন। ২০১১-২০১৫ সালে সাতক্ষীরা জেলার সর্বপ্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও নলতা'য় হেড অব টেকনিক্যাল হিসেবে কর্মজীবন শুরু করেন। ৪ বছর সফলতার সাথে কাজ করে ২০১৫ সালের ১১ মে 'মিডিয়া' বিষয়ে পড়াশোনার জন্য মালয়েশিয়াতে পাড়ি জমান। বর্তমানে তিনি 'ক্রিয়েটিভ মিডিয়া' নিয়ে সেখানে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। লেখক তার কর্মগুণে ২০১৪-২০১৫ সালে 'সার্ক কালচারাল সোসাইটি' পুরস্কার ও 'অগ্নিবীণা সাহিত্য সংসদ' পুরস্কারে ভূষিত হন। ২০১৭ সালে, ল্যাবে স্বর্ণ তৈরি, এন্টি-নিউক্লিয়ার ও টিভি দেখার মাধ্যমে দর্শকদের কর্মসংস্থান বিষয়ে কাজের জন্য এনটিভি ভিউয়ার্স ফোরাম (ভিএফএম) মালয়েশিয়া তাকে এনটিভি ভিএফএম আওয়ার্ড প্রদান করেন। ২০১৯ সালে মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া’র তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে বিশেষ আবদান রাখায় তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত মুহ. শহিদুল ইসলাম’র হাত থেকে সম্মানণা গ্রহণ করেন। ২০২০ সালে মিডিয়া উন্নয়নে অবদান রাখায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান জনাব ইকবাল সোবহান চৌধুরীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। এবং গত ৮ জানুয়ারি, শনিবার ২০২২, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ''রেড লাইভ-জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড-২০২১'' অনুষ্টানে বিজ্ঞান ভিত্তিক উদ্যোগ 'সার্চ ওয়ারে'র উদ্যোক্তা হিসেবে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্র মন্ত্রী, ইয়াং বারবাহগিয়া, তানশ্রী-দাতুশ্রী ড. সৈয়দ হামিদ আলবার'র হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। বর্তমানে তিনি আইনস্টাইন, স্টিফেন হকিং, জাবীর ইবনে হাইয়ান সহ মুসলিম বিজ্ঞানীদের জীবনী, বিগ-ব্যাং, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ম্যাটার, এন্টি-ম্যাটার ও সুপ্রিম ম্যাটারের উপর সাইন্স এন্ড রিলিজিওন নিয়ে তার লক্ষ্য-উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন।
(Showing 1 to 1 of 1 items)
demo content