প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
জান্নাতুল নাইম
কবির প্রথম একক কাব্য গ্রন্থ ‘কবি বাসনা’ ২০২৩ এর ঢাকা অমর একুশে বই মেলাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এ বছর আরো দুটি গ্রন্থ ‘ঘুমন্ত রোদ্দুর’ ও ‘জান্নাতি জুঁই’ কলকাতা থেকে প্রকাশিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স-মাস্টার্স-এমফিল, জাপান থেকে ডক্টোরেট ইন ইঞ্জিনিয়ারিং ও কানাডা থেকে যথাক্রমে সাসটেইনএবিলিটি ও এনার্জি ম্যানেজমেন্টে একাডেমিক শিক্ষা সম্পন্ন করে বর্তমানে টরোন্টো সিটি করপোরেশনে পেশাগতভাবে নিযুক্ত আছেন। তিনি ঝিনাইদহ নিবাসী মরহুম পিতামাতা মো. আবু তালেব মিয়া ও মর্জিনা খাতুনের সন্তান। দুই সন্তানের জননী এই কবি স্বপরিবারে কানাডাতে স্থায়ী নাগরিক হিসেবে বসবাস করে আসছেন। তাঁর গর্ব বাংলা শিক্ষা, সংস্কৃতি ও পারিবারিক বন্ধন। The first single poetry book 'Kabi Basna' was officially published at the 2023 Dhaka Ekushe Book Fair. This year two more books 'Ghumanta Roddur' and 'Jannati Jui' will be published from Kolkata. With Hons-Masters-MPhil in Physics from Bangladesh, Doctorate in Engineering from Japan, Sustainability and Energy Management from Canada respectively, she is currently employed at City Corporation, Toronto. She is a daughter of late parents Abu Taleb Miah and Marzina Khatun, Jhenidah. A mother of two children, the poet has been living in Canada as a permanent citizen for fifteen years with her family. Her pride is her Bengali education, culture and family ties.