প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবু জাফর আনসারী
আবু জাফর আনছারী, বাবাঃ কর্মবীর, শিক্ষাবিদ, বহুশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ মাওঃ মোঃ জালাল উদ্দিন। মাতাঃ মহীয়সী রাশিদা বেগম। জন্মঃ ১লা ফেব্রুয়ারী ১৯৮৪। জন্মস্থানঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধিন বাকছিরডাংঙ্গী গ্রাম। বর্তমান বসবাসঃ ফরিদপুরে জেলা শহরে আল-আমিন মসজিদ সড়ক-গুহলক্ষিপুর। শিক্ষাজীবনঃ মাধ্যমিক- ১ম বিভাগঃ ১৯৯৮ ইং সন, উচ্চ মাধ্যমিক ১ম বিভাগঃ ২০০০ ইং সন, স্নাতক (সম্মান) ২০০৬ ইং সন এবং স্নাতকোত্তর ২০০৭ ইং সন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। কর্মজীবনঃ শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে ব্যাংকিং পেশায় নিজেকে নিয়জিত করেন। তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেড এ অফিসার হিসেবে বেশ কয়েক বছর কর্মরত থাকার পর বর্তমান মধুমতী ব্যাংক লিমিটেড এ ম্যানেজার অপারেশন হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি সম্পাদক-দীপ্ত পত্রিকা ও প্রকাশনী, কো-অর্ডিনেটরঃ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থা (বামাস), ডিরেক্টরঃ ইন্টারন্যাশনাল অনালাইন এডুকেশন ইন্সটিটিউট এবং প্রতিষ্ঠাতা- সৌহার্দ্য শিল্পী গৌষ্ঠী হিসাবে আসেন। তিনি শিল্পকলা একাডেমী এবং ইসলামী ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রবন্ধ, কবিতা আবৃতি, সংগীত, কোরান তেলয়াত, বক্তিতা, বিতর্কতে অসংখ্য পুরষ্কার লাভ করেন।