প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রীমি ফেরদৌসী
কবি পরিচিতি রীমি ফেরদৌসী, ডাক নাম- আসমা, পিতাঃ মৃতঃ আব্দুল হালিম, স্বামীঃ মোঃ খোকন মিয়া, মাতাঃ জয়নব বিবি। জন্মস্থানঃ কদমদেউলী, বারহাট্টা, নেত্রকোণার পিতৃালয়ে। জন্ম তারিখঃ ২৫ জুলাই ১৯৮৩ খ্রিষ্টাব্দ। জেলাঃ নেত্রকোণা। শিক্ষাগত যোগ্যতাঃ বিএ (পাস)। প্রতিটা মানুষ কল্প বিলাসী। কল্পনায় প্রতিটা মানুষের মধ্যে সৃজনশীলতার ইচ্ছে জাগ্রত করে। প্রাথমিকে অধ্যয়ন থেকেই নজরুল প্রেমী ডানপিটে কবি লেখালেখি শুরু করেন। তাঁর লেখা কবিতা প্রথমে প্রকাশিত হয় ১৯৯৮ খ্রিষ্টাব্দে নবম শ্রেণিতে অধ্যয়র কালে, দৈনিক জননেত্র পত্রিকার মাসিক সাহিত্য আনন্দ ম্যাগাজিনে। এরপর তিনি ২০০৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেন উপজেলা প্রশিক্ষিকা হিসাবে। বর্তমানে তিনি নেত্রকোণা জেলার মদন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সাহিত্যানুরাগী কবি লেখালেখির পাশাপাশি কবিতা আবৃত্তি করতে পছন্দ করেন। কবিতা ছাড়াও তিনি গান, গল্প, ছড়া লিখে থাকেন। তাঁর লেখায় দেশপ্রেম, মানব ও প্রকৃতি প্রেম এবং ধর্মীয় আনুগত্য প্রকাশ পায়। ইতিমধ্যে কয়েকটি যৌথ কাব্যে অংশ গ্রহন করে পাঠক সমাজে যথেষ্ট সমাদৃত হয়েছেন। তাঁর যৌথ কাব্য গুলো নি¤œরুপঃ ১। উদ্দীপ্ত প্রেম পিপাসা (যৌথ কাব্য) ২। মুক্ত বিহঙ্গ (যৌথ কাব্য) ৩। রক্তে আঁকা মানচিত্র (যৌথ কাব্য) ৪। প্রতিভার উন্মেষ (যৌথ কাব্য) ৫। আমার কাব্যে তুমি (যৌথ কাব্য) ৬। হৃদয়ের স্বপ্ন কাব্য (যৌথ কাব্য) ৭। মাসিক সাহিত্য আনন্দ (ম্যাগাজিন) ৮। অরুণোদয় (ম্যাগাজিন) ৯। মৈত্রী (যৌথ কাব্য) ১০। কান্ডারী হুশিয়ার (যৌথ কাব্য) ১১। কলমের কথা অক্ষরে অমরতা (যৌথ কাব্য)