প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রেহেনা ইসলাম
রেহেনা ইসলাম ঘরকন্নার পাশাপাশি লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। জীবনবোধ থেকেই লেখেন তিনি। তার অনুভব, তার চেতনা সমাজ-সংসারকে ঘিরেই। কোনো তত্ত্বজ্ঞানে গুরুগম্ভীর নয় তার কবিতার ভাবনা। যা সহজ উপলব্ধি তা-ই প্রকাশ করেছেন পঙক্তিমালায়। তার কবিতাবলি পাঠ করে মনে হয়েছে তার গ্রন্থপাঠ ও গভীর অনশীলন খুবই প্রয়োজন। শব্দ-প্রক্ষেপণ ও বাক্যগঠনে বিশেষভাবে যত্নবান হতে হবে। ছন্দজ্ঞানও সীমিত তার। তবে তার হৃদয়বৃত্তি খুব সূক্ষ্ম। বাৎসল্যস্নেহে ভরপুর একটা মন আছে। পিতামাতা, স্বামী-সন্তান, সর্বোপরি স্বদেশকে নিয়ে তার উচ্ছলতা সহজাত। এমন অনুভব শক্তিতে আরো ভালো লিখবেন আশা করছি। কবি রেহেনা ইসলাম ও তার প্রকাশিত 'কে আমি!' কাব্যগ্রন্থের সফলতা ও পাঠকপ্রিয়তা কামনা করছি